TRENDING:

Shane Warne Passes Away: মাটিতে, বালিশে, তোয়ালেতে লেগে রক্তের ছোপ, তবে শরীরে নেই ড্রাগের অস্তিত্ব, ওয়ার্নের মৃত্যু তদন্তের আপডেট

Last Updated:
থাই ইন্টারন্যাশানাল হাসপাতাল ব্যাঙ্ককের এএফপি কে জানিয়েছে শেন ওয়ার্নের দেহ স্থানীয় সময় ৬টায় সামুজানা ভিলা - যা কোহ সামুইয়ের উত্তর পূর্ব দিকে থেকে উদ্ধার করা হয়৷ তবে কোনও অন্যায় হয়েছে বলে তদন্তে প্রমাণ মেলেনি পাশাপাশি তাঁর শরীরে কোনও ড্রাগের উপস্থিতিও পাওয়া যায়নি৷
advertisement
1/8
মাটি,বালিশ,তোয়ালেতে রক্তের ছোপ, তবে শরীরে নেই ড্রাগের অস্তিত্ব, ওয়ার্নের আপডে
#ব্যাঙ্কক: মাত্র ৫২ তে প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne Passes Away)৷ থাইল্যান্ডের রিসর্টে (Thailand Resort Shane Warne) ছুটি কাটাতে গিয়ে তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে মানুষের মনে প্রশ্ন প্রচুর৷ প্রাথমিকভাবে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকের কারণেই এভাবে অকালে চলে গেলেন স্পিন উইজার্জ শেন ওয়ার্ন (Shane Warne Pass)৷ পৃথিবীর অন্যতম সর্বকালীন সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন ৭০৮ উইকেটের মালিক৷
advertisement
2/8
মারা যাওয়ার দিন থাইল্যান্ডের কোহ সামুইতে রিসর্টে (Thailand Resort Shane Warne) বাস করার সময় মারা যান৷ বন্ধুদের সঙ্গে থাকার পর তিনি দুপুর অবধি ঠিক ছিলেন , কিন্তু বিকেলে তাঁকে ডেকে সাড়া না পেয়ে বাড়ির একতলায় তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধুরা৷
advertisement
3/8
হেরাল্ড সানে প্রকাশিত খবর অনুযায়ি ওয়ার্নের (Shane Warne cause of Death) খুব কাছের বন্ধু এবং সফরসঙ্গী অ্যান্ড্রু নিওফিতু তাঁকে কৃত্রিম ভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়৷
advertisement
4/8
পুলিশ আধিকারিকরা রবিবার তাঁর অটাপ্সি অর্থাৎ ময়নাতদন্ত করে৷ তাঁর দেহ অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হওয়ার আগেই এই ময়নাতদন্ত (Shane Warne cause of Death) সারা হয়েছে৷
advertisement
5/8
ব্যাঙ্কক পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি রক্তের দাগ পাওয়া গেছে রিসর্টের ঘরের মাটিতে এমনকি তাঁর স্নানের তোয়ালেতে, বালিশের কভারে৷ Pol Maj Gen সাতিত পলপিনিত -যিনি সুরাত থানি প্রভিন্সিয়াল পুলিশের পক্ষ থেকে Matichon কে জানিয়েছেন তাঁর মুখ থেকে তরল বেরিয়েছিল, এবং রক্ত ছিল৷ যখন সিপিআর দেওয়া হয়৷ Photo Courtesy- Royal Thai Police via Matichon online
advertisement
6/8
ওয়ার্নের (Shane Warne Death) ম্যানেজার জেমস এরিকসন এবং অ্যান্ড্রু নিওফিতু তাঁকে সিপিআর দেওয়া হয়৷ এরপর অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যাওয়া হয়৷ প্রায় ২০ মিনিট সিপিআর দেওয়া হয়৷ Photo Courtesy- Royal Thai Police via Matichon online
advertisement
7/8
থাই ইন্টারন্যাশানাল হাসপাতাল ব্যাঙ্ককের এএফপি কে জানিয়েছে শেন ওয়ার্নের দেহ স্থানীয় সময় ৬টায় সামুজানা ভিলা - যা কোহ সামুইয়ের উত্তর পূর্ব দিকে থেকে উদ্ধার করা হয়৷ তবে কোনও অন্যায় হয়েছে বলে তদন্তে প্রমাণ মেলেনি পাশাপাশি তাঁর শরীরে কোনও ড্রাগের উপস্থিতিও পাওয়া যায়নি৷
advertisement
8/8
এদিকে শেন ওয়ার্নের বেশ কিছুদিন ধরেই অ্যাস্থমা এবং হৃদরোগে ভুগছিলেন৷ ফলে তারই মারাত্মক কোনও অ্যাটাকেই তাঁর মৃত্যু এমনটা উঠে এসেছে ময়নাতদন্তে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Shane Warne Passes Away: মাটিতে, বালিশে, তোয়ালেতে লেগে রক্তের ছোপ, তবে শরীরে নেই ড্রাগের অস্তিত্ব, ওয়ার্নের মৃত্যু তদন্তের আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল