শেন ওয়ার্নের মৃত্যুর কারণ কী ছিল? শুনলে বিশ্বাস হবে না, যৌনতার নেশাতেই সব শেষ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shane Warne death reason- ওই অফিসার আরও দাবি করেছেন, ঘটনাস্থলে বমি ও রক্ত ছিল। শেন ওয়ার্ন সেই ওষুধ সেবন করেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।
advertisement
1/6

তাঁর মৃত্যুর খবরে চমকে উঠেছিল গোটা বিশ্ব। তাঁর মতো কিংবদন্তি ক্রিকেটারের ওভাবে মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি। থাইল্যান্ডে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল শেন ওয়ার্নের নিথর দেহ। সে তিন বছর আগের কথা। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ্যে। সেটি আরও বড় চমক।
advertisement
2/6
জানা গিয়েছে, শেন ওয়ার্নের দেহ হোটেলের যে ঘর থেকে উদ্ধার হয় সেখানে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ভর্তি শিশি ছিল। এক পুলিশ অফিসার নাকি সেই বোতল সরিয়ে ফেলেছিলেন। তিনি নাকি এমনটা করেছিলেন অন্য কারও নির্দেশে!
advertisement
3/6
সম্প্রতি এক পুলিশ অফিসার ‘ডেইলি মেল’কে জানিয়েছেন, উপর মহলের নির্দেশে ওষুধটি সরিয়ে ফেলা হয়েছিল। উল্লেখ্য, ২০২২-র ৩ মার্চ থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। প্রাথমিক তদন্ত জানিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। তবে এবার প্রশ্ন উঠছে ওয়ার্নের মৃত্যুর পিছনে কি ওই যৌন শক্তিবর্ধক ওষুধের কোনও ভূমিকা রয়েছে!
advertisement
4/6
ওই পুলিশ অফিসার দাবি করেন, আমাদের বোতল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। মনে হয়েছিল, অস্ট্রেলিয়া প্রশাসন চায় না, তাদের কিংবদন্তির গায়ে শেষবেলায় কোনও কলঙ্কের দাগ লাগুক। তবে কী কারণে সেই নির্দেশ দেওয়া হয়, তা বলা মুশকিল।
advertisement
5/6
ওয়ার্নের মৃত্যুর কারণের কোথাও ওই ওষুধের প্রভাবের কারণ উল্লেখ নেই। তবে সেই পুলিশ অফিসারের বিস্ফোরক বয়ানের পর নতুন দাবি উঠছে। কারণ গোটা বিশ্ব জানে, ওয়ার্নের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। তবে সেটাই কি আসল সত্যি!
advertisement
6/6
ওই অফিসার আরও দাবি করেছেন, ঘটনাস্থলে বমি ও রক্ত ছিল। ওয়ার্ন সেই ওষুধ সেবন করেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১৪৫টি টেস্ট ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হয় তাঁকে। তবে বরাবর মাঠের বাইরের উশৃঙ্খল জীবনযাপন নিয়ে খবরের শিরোনামে থাকতেন তিনি।