ক্রিকেটার শাকিব এখন নেতা! রাজনীতিতে নেমেই চড় কষালেন ভক্তকে, শুরুতেই বিতর্ক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: নেতা হয়েই মেজাজ চরমে শাকিবের। কষিয়ে দিলেন চড়!
advertisement
1/7

শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছিলেন শাকিব আল হাসান৷ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্যাপ্টেন এবার নেতা।
advertisement
2/7
শাকিব বলেই দিয়েছিলেন, তিনি জিতছেন! কত ভোটে জিতছেন তা নিয়েই চিন্তা ছিল তাঁর। শাকিব জিতলেন বিপুল ভোটে। সাকিব মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতলেন তিনি।
advertisement
3/7
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
advertisement
4/7
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে।
advertisement
5/7
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন শাকিব। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
advertisement
6/7
১,৮৫,৩৮৮টি ভোট পেয়েছেন শাকিব। ৫,৯৯৪ ভোট পেয়েছেন কাজী রেজাউল হোসেন। অর্থাৎ শাকিব জিতেছেন বিপুল ভোটে।
advertisement
7/7
তবে জয়ের পরও বিতর্কে জড়ালেন শাকিব। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। কিছু সময়ে তিনি বিরক্ত হচ্ছেন। এদিন যেমন মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন শাকিব।