সাকিবের বিশ্বকাপ শেষ! ক্রিকেটে এখন তিনি বদনাম, টাইম আউট করেই 'শাস্তি'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশের ক্যাপ্টেন। টাইম আউট করার পরের দিনই বড় কাণ্ড।
advertisement
1/7

ক্রিকেটে এখন তিনি বদনাম। এমন একখানা কাণ্ড ঘটিয়েছেন, ক্রিকেট বিশ্ব বলছে, তিনি সেটা না করলেই পারতেন। এতদিন কেউ যা করেননি, সেটাই করেন বাংলাদেশের ক্যাপ্টেন।
advertisement
2/7
ক্রিকেটে প্রথম টাইম আউট। শাকিব আপিল করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউটের। তার পর থেকেই গোটা ক্রিকেট বিশ্ব যেন তাঁকে ভিলেন মনে করছে!
advertisement
3/7
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন শাকিব। তবে সেই ইনিংস খেলার সময়ই তাঁর আঙুলে চোট লাগে।
advertisement
4/7
এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ আর খেলা হবে না তাঁর।
advertisement
5/7
ম্যাথিউজকে টাইম আউট করে শাকিব এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ম্যাথিউজ দাবি করেছেন, তিনি ৫ সেকেন্ড বাকি থাকতেই মাঠে পৌঁছেছিলেন।
advertisement
6/7
শাকিব অবশ্য বলেছেন, তিনি যা করেছেন নিয়ম মেনেই করেছেন। ক্রিকেটে যখন নিয়মটা রয়েছে তখন তিনি সেটার ফায়দা নেবেন না কেন!
advertisement
7/7
শাকিবের এই দাবি অবশ্য মানছেন না অনেকেই। বাংলাদেশের অনেক প্রাক্তন ক্রিকেটারও বলছেন, আগে যখন কেউ এমনটা করেননি তখন শাকিবও আপিলটা না করলেই পারতেন।