TRENDING:

India-Pakistan Match On WT20: 'মন আর মগজ আজ ভারতের পক্ষে', শাহিদ আফ্রিদির গলায় উল্টো সুর!

Last Updated:
Shahid Afridi On India-Pakistan Match: শাহিদ আফ্রিদির মুখে এমন কথা! যিনি কিনা সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন!
advertisement
1/5
'মন আর মগজ আজ ভারতের পক্ষে', শাহিদ আফ্রিদির গলায় উল্টো সুর!
ভারত-পাকিস্তান (India Vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। আর শাহিদ আফ্রিদি আসরে নামবেন না তা কী হয়! প্রায় সব সময়ই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন আফ্রিদি। তবে বড় ম্যাচের আগে এবার তাঁর গলায় উল্টো সুর।
advertisement
2/5
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দিতে বসেছিলেন আফ্রিদি। সেখানেই তিনি বলেন, এই ম্যাচে ভারত একটু হলেও এগিয়ে। আসলে যার কলজের জোর বেশি সে-এই এই ম্যাচ জিতবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচে বডি ল্যাঙ্গুয়েজ খুব জরুরি একটা ব্যাপার।
advertisement
3/5
আফ্রিদি এদিন আরও বলেন, গত ১০-১৫ বছর ধরে ভারতীয় দল দারুন ক্রিকেট খেলছে। আসলে বিসিসিআই এই দলটার উপর অনেক বিনিয়োগ করেছে। ফলে মন আর মগজ আজ ভারতের সঙ্গে রয়েছে।
advertisement
4/5
পাকিস্তান আজ আন্ডারডগ হয়েই নামবে। সেটা মেনে নিলেন আফ্রিদি। তার পর বললেন, পাকিস্তানের ক্রিকেটারদের বলব, ভয়ডর থাকা চলবে না। ম্যাচের ফল কী হবে, তা নিয়ে ভাবনা ছাড়তে হবে মাঠে নামতে হবে বুক উঁচিয়ে। তবেই ভারতের বিরুদ্ধে জেতা যাবে।
advertisement
5/5
আফ্রিদি আরও বলেছেন, প্রতিটা ক্রিকেটারকে একশো শতাংশ দিতে হবে। ম্যাচ খেলে হোটেলে ফেরার সময় যাতে মনে না হয়, আরেকটু ভাল পারফর্ম করা যেত! ভারতকে হারাতে হলে নিজেদের সেরাটা দেওয়া ছাড়া কোনও উপায় নেই।
বাংলা খবর/ছবি/খেলা/
India-Pakistan Match On WT20: 'মন আর মগজ আজ ভারতের পক্ষে', শাহিদ আফ্রিদির গলায় উল্টো সুর!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল