শাহিদ আফ্রিদি এখনও দু'হাতে সমান বন্দুক চালান, সিংহ পোষেন ! রইল ছবি
- Published by:Rohan roychowdhury
Last Updated:
advertisement
1/8

শাহিদ আফ্রিদি এখনও দু'হাতে সমান বন্দুক চালান, সিংহ পোষেন
advertisement
2/8
আফ্রিদির কাছে রয়েছে একাধিক ব্যক্তিগত লাইসেন্স প্রাপ্ত বন্দুক। এরমধ্যে একে ৪৭ এবং সোনার রিভলবার আছে
advertisement
3/8
বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও সুযোগ পেলে এখনও খাইবার পাখতুন খোয়াতে নিজের গ্রামের বাড়িতে চলে যান আফ্রিদি। সেখানে ঘোড়া চালানো থেকে শুরু করে পাহাড়ে ওঠা সব করেন
advertisement
4/8
ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলেও পাকিস্তানের অবশ্যই ভারতে বিশ্বকাপ খেলতে আসা উচিত মনে করেন লালা
advertisement
5/8
৪৫ বছর বয়স, ক্রিকেট ছেড়ে দিয়েছেন আগেই। পাঁচ মেয়ের বাপ আফ্রিদি তবুও এখনও ফিটনেস সচেতন। জিমে দিনে দু'ঘণ্টা করে সময় দেন
advertisement
6/8
বিরাট কোহলির সঙ্গে বরাবর তার ব্যক্তিগত সম্পর্ক ভাল। বিরাটকেই শেষ দশ বছরের সেরা ব্যাটসম্যান বলে এসেছেন আফ্রিদি
advertisement
7/8
শাহিদ আফ্রিদি তার করাচির বাড়িটি তৈরি করেছেন কয়েক কোটি টাকা খরচা করে। বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে জিম, ডার্ট, টেবিল টেনিস, ভলিবল কোর্ট রয়েছে
advertisement
8/8
আফ্রিদির করাচির বাড়িতে রয়েছে ছোটখাটো একটা ক্রিকেট মিউজিয়াম। সচিনের ব্যাট এবং বিরাট কোহলির জার্সি সেখানে উল্লেখযোগ্য