এভাবেও ফিরে আসা যায়! বিশ্বকাপ ফাইনালে জ্বলে উঠল শেফালির ব্যাট, সমালোচকদের দিলেন জবাব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shafali Verma: ব্যাটে রানের খরার কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন শেফালি ভার্মা। কিন্তু প্রতীকা রাওয়ালের চোট ভাগ্যের দরজা খুলে দেয় শেফালির জন্য।
advertisement
1/5

ব্যাটে রানের খরার কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন শেফালি ভার্মা। কিন্তু প্রতীকা রাওয়ালের চোট ভাগ্যের দরজা খুলে দেয় শেফালির জন্য।
advertisement
2/5
সেমি ফাইনালের আগে দলে সুযোগ পান শেফালি। অজিদের বিরুদ্ধে বড় রান না পেলেও ফাইনালে অনবদ্য ব্যাটিং করলেন ভারতীয় ওপেনার। কামব্যাকে নিজে করলেন প্রমাণ।
advertisement
3/5
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন শেফালি ভার্মা। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধনার সঙ্গে শতরানের পার্টনারশিপও করেন।
advertisement
4/5
নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন শেফালি। রানের গতিবেগ কমেনি তারকা ওপেনারের ব্যাটে। ফাইনালের চাপ সামলে দুরন্ত ব্যাটিং করে সমালোচকদের জবাবে দিলেন শেফালি।
advertisement
5/5
শেষ পর্যন্ত ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন শেফালি ভার্মা। ২টি ছয় ও ৭টি চারে সাজানো তাঁর ইনিংস। সেঞ্চুরি হাতছাড়া হলেও, বিশ্বকাপ ফাইনালে যে ইনিংস খেললেন শেফালি তা চিরস্মরণীয় হয়ে থাকবে।