Highest Messi Statue:Highest Messi Statue: রাতেই ক্রেনের সাহায্যে মঞ্চে উঠল বিশ্বের সবচেয়ে বৃহৎ লিওনেল মেসির মূর্তি, ইতিহাসের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
North 24 Parganas News: রাতেই ক্রেনের সাহায্যে মঞ্চে উঠল বিশ্বের সবচেয়ে বৃহৎ লিওনেল মেসির মূর্তি, ইতিহাসের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাতের অন্ধকার ভেদ করে লেকটাউনে ঘটল ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি এবার স্থান পেল শ্রীভূমির ক্লক টাওয়ার সংলগ্ন উঁচু মঞ্চে
advertisement
2/6
বহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি এদিন গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
advertisement
3/6
যুদ্ধকালীন তৎপরতায় মাত্র কিছুদিন সময়ের মধ্যেই প্রায় ৩০ জন শিল্পীর চেষ্টায় রুপ দেওয়া হয়েছে এই বিশ্ব বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের মর্তিটির
advertisement
4/6
শিল্পীর হাতের ছোঁয়ায় অতীতে শ্রীভূমির বিখ্যাত মারাদোনার মূর্তিটি নির্মাণ হয়েছিল। এদিন এই কর্মকাণ্ড ঘিরে স্থানীয় মানুষজন সহ রাস্তা দিয়ে চলা কৌতূহলীদের ভিড় দেখা যায়
advertisement
5/6
মূর্তিটির উচ্চতা প্রায় ৭০ ফুট বলেই জানা গিয়েছে। মেসি কলকাতা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাড়ছে উন্মাদনা। সেই সফরেই ফুটবল মহাতারকার হাতে উদ্বোধন হবে বিশ্বের সর্ববৃহৎ এই মেসি মূর্তির
advertisement
6/6
লেকটাউনে শ্রীভূমির মুখ হিসেবে পরিচিত রাজ্যের মন্ত্রী সুজিত বসুর এই উদ্যোগ এর ফলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে বলেও মনে করছেন অনেকেই। কারণ এত বড় মেসির মূর্তি বিশ্বে আর নেই বলেই জানা যায়। তাই অপেক্ষা আর মাত্র কিছুদিনের। তারপরই কলকাতার মুখটে জুড়বে আরও একটি পালক