Cristiano Ronaldo: দু'পাশে দু'জন বাঘা রক্ষী! রোনাল্ডোর নিরাপত্তা এই যমজ ভাইদের হাতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo Bodyguards: রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্ব এই দুজনের উপর। কে এই যমজ ভাইয়েরা! জেনে নিন।
advertisement
1/6

খ্যাতি আছে। তাই খ্যাতির বিড়ম্বনাও আছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে যাবেন, ভিড় তাঁকে ছেঁকে ধরবে। ফলে নিরাপত্তার দিকটাতে বিশেষ নজর দিতে হয় পর্তুগিজ তারকাকে। আর রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্ব কিন্তু দুজন শক্তপোক্ত রক্ষীর হাতে। একেবারে বাঘা নিরাপত্তারক্ষী যাকে বলে আর কী!
advertisement
2/6
সের্জিও রামালেইরো ও জর্জ রামালেইরো একটা সময় আফগানিস্তানের হয়ে যুদ্ধ করেছেন। এর পর পর্তুগিজের পুলিশ বাহিনীতে যোগ দেন দুজনে। পর্তুগিজের বহু সেলেব্রিটির নিরাপত্তার দায়িত্ব সামলেছেন এই দুই ভাই। এবার রোনাল্ডো ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব এই দুজনের উপরে।
advertisement
3/6
সুট-বুটে দেখলে এই দুই ভাইকে মনে হবে সাদামাটা সুদর্শন পুরুষ। তবে দুজনের ক্ষীপ্রতা মারাত্মক। যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে পারেন তাঁরা। যে কোনও পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তাই তাঁদের উপর অগাধ আস্থা রোনাল্ডোরও।
advertisement
4/6
এই দুই আফগান ভাই এখন রোনাল্ডোর ছায়াসঙ্গী। রোনাল্ডোকে ভিড়ের হাত থেকে রক্ষা এবং নিরাপত্তাজনিত সবরকম দায়িত্ব সামলান এই দুই ভাই।
advertisement
5/6
আর কয়েক মাসের মধ্যেই ফের বাবা হতে চলেছেন রোনাল্ডো। গত মাসে নিজেই সোস্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ অন্তস্বত্ত্বা।
advertisement
6/6
সের্জিও রামালেইরো ও জর্জ রামালেইরো। যমজ ভাই তাঁরা। দুই ভাইয়ের হাতেই পর্তুগিজ মহাতারকার নিরাপত্তার দায়িত্ব। রোনাল্ডোর নিরাপত্তার জন্য দুই আফগানকেই বেছে নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।