Indian Cricketer's Girlfriends: ব্যাচেলর, কিন্তু সিঙ্গল নন! ভারতীয় ক্রিকেটারদের 'হট' বান্ধবীদের দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Cricketer's Girlfriends: প্রেমের পিচেও দারুণ পারফর্ম করছেন এই ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের বান্ধবীদের দেখলে চোখ ফেরাতে পারবেন না।
advertisement
1/6

ব্যাচেলর, কিন্তু সিঙ্গল নন। ভারতীয় দলের এই ক্রিকেটারদের নিয়ে এমনটা বলাই যায়। তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। সাফল্য এসেছে জেট গতিতে। সেইসঙ্গে প্রেমও গতি পেয়েছে। ইন্টিরিয়র ডিজাইনার ইশা নেগিকে (Isha Negi) গত কয়েক বছর ধরেই ডেট করছেন পন্থ। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবিও শেয়ার করেছিলেন ঋষভ।
advertisement
2/6
বলিউড অভিনেতা সুনীলল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে সম্পর্কে রয়েছেন কেএল রাহুল। ব্যাপারটা যদিও এখনও গুঞ্জনের পর্যায় রয়েছে। তবে মাঝেমধ্যে আথিয়া ও রাহুলের খুনসুঁটি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।
advertisement
3/6
টিভি সিরিয়ালের অভিনেত্রী প্রাচী সিং (Prachi Singh)-এর সঙ্গে পৃথ্বী শ-য়ের সম্পর্কের কানাঘুঁষো শোনা যায়। দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইল এই সম্পর্কের সত্যতা নিয়ে ইঙ্গিত দেয়। তবে দুজনের কেউই মুখ খোলেন না এই নিয়ে।
advertisement
4/6
পেশায় মডেল অদিতি হুন্ডিয়ার (Aditi Hundia) সঙ্গে ভালবাসার সম্পর্ক রয়েছে ঈশান কিষাণের। এমনই শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরে। ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন অদিতি।
advertisement
5/6
ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সদস্য তিনি। সেই রাহুল চাহার ২০১৯ সালে বান্ধবী ঈশাণীর সঙ্গে বাগদান সেরেছিলেন। এখন দেখার, কবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা!
advertisement
6/6
চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর দুবাইয়ের স্টেডিয়ামে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক চাহার। তাঁর বান্ধবী জয়া ভরদ্বাজ এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যান। তাঁদের অনেকে এখন ক্রিকেট মাঠের লাভ বার্ডস বলছেন।