Bangladesh : বাংলাদেশ বাদ পড়ায় তারা পেল সুযোগ, বিশ্বকাপের ঠিক আগে স্কটল্যান্ড এবার বাংলাদেশকে যা বলল, বিরাট বার্তা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh : বিশ্বকাপ শুরুর ঠিক আগে আইসিসি তাদের সুযোগ দিয়েছে। তবে স্কটল্যান্ড জানিয়েছে, এভাবে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা তারা করেনি।
advertisement
1/6

বাংলাদেশ খেলবে না বিশ্বকাপ। তাদের বদলে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে ২০২৬ টি-২০ বিশ্বকাপে। আর এবার বাংলাদেশের উদ্দেশে বার্তা দিল স্কটিশরা।
advertisement
2/6
বিশ্বকাপ শুরুর ঠিক আগে আইসিসি তাদের সুযোগ দিয়েছে। তবে স্কটল্যান্ড জানিয়েছে, এভাবে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা তারা করেনি।
advertisement
3/6
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল স্কটল্যান্ড। পাঁচ জন রিজার্ভ ক্রিকেটারের নামও ঘোষণা করেছে তারা। টিমের ক্যাপ্টেন রিচি বেরিংটন।
advertisement
4/6
২০২৪ সালের বিশ্বকাপে খেলা ১১জন ক্রিকেটার রয়েছেন স্কটল্যান্ডের এবারের দলে। টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ এবং অলিভার ডেভিডসন প্রথমবার বিশ্বকাপ খেলবেন। দলে ডাক পেয়েছেন আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লা ইহসান।
advertisement
5/6
স্কটল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড বাংলাদেশের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘‘এভাবে বিশ্বকাপে সুযোগ পেতে আমরা কখনও চাইনি। বিশ্বকাপের নির্দিষ্ট বাছাই পদ্ধতি রয়েছে। ব্যতিক্রমী পরিস্থিতির জন্য আমাদের এভাবে খেলতে হচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের সমবেদনা থাকল। আমাদের খারাপ লাগছে ওদের জন্য।
advertisement
6/6
স্কটল্যান্ড টিম: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লা ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুন্সি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে স্কটিশদের খেলতে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, নেপাল এবং ইটালির বিরুদ্ধে।