TRENDING:

বিশ্বজয়ের পর মহাকাশ জয়ের হাতছানি 'দিবু মার্টিনেজের', অনন্য সম্মান আর্জেন্টিনা গোলকিপারকে

Last Updated:
গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। স্বপ্নপূরণ হয়েছিল লিওনেল মেসির। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বজয়ের পর এবার মহাকাশে মার্টিনেজ।
advertisement
1/6
এবার মহাকাশে এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনা গোলকিপারের নয়া নজির
লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে থাকবেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কাতারা পুরো বিশ্বকাপে দুরন্ত গোলকিপিং করেছেন তিনি। নেদারল্যান্ডস ম্যাচ হোক আর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল, এমি মার্টিনেজের দুরন্ত সেভে ভর করেই জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা।
advertisement
2/6
গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। ক্লিন শিট ৩টি। অনবদ্য পারফরম্যান্স করে বিশ্বকাপে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন মার্টিনেজ। পেয়েছেন গোল্ডেন গ্লাভস ও চ্যাম্পিয়ন টিমের গোল্ড মেডেল।
advertisement
3/6
বিশ্বজয় করার পর এবার আর্জেন্টিনার গোলরক্ষকের সামনে মহাকাশ জয় করার সুযোগ। তবে এমন ভাবার কোনও কারণ নেই যে এমিলিয়ানো মার্টিনেজ মহাকাশে পারি দিচ্ছেন। বিশ্বকাপে দুরন্ত গোলকিপিংয়ের জন্য মার্টিনেজকে সম্মান জানাতে তার নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।
advertisement
4/6
আর্জেন্টিনার কৃত্রিম উপগ্রহ নির্মাতা সংস্থা ইনোভা স্পেসের উদ্যোগেই মহাকাশে আর্জেন্টিনার গোলকিপারেকর নামে একি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। ওই সংস্থার তরফে মোট দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। যার মধ্যে একটির নাম দেওয়া হয়েছে 'দিবু মার্টিনেজ'।
advertisement
5/6
সংস্থার সিইও আলেজান্দ্রো কোর্ডেরোর মতে, আমরা প্রমাণ করেছি অসম্ভব বলে কিছু নেই। মার্তিনেস বিশ্বকাপে সেটাই করে দেখিয়েছে। আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে গোলরক্ষকের অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানুষের আবেগ রয়েছে ওকে নিয়ে। মার্তিনেসের অধ্যবসায়, হাল না ছাড়ার মানসিকতাকে সম্মানিত করতে চেয়েছি আমরা।
advertisement
6/6
প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টিনার প্লেয়াররা। তাদের ক্লাবের তরফ থেকেও দেওয়া হচ্ছে সংবর্ধনা। মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলাও সম্মান জানিয়েছেন। কিন্তু কোচের চক্ষুশুল হওয়ার মার্টিনেজের অ্যাস্টন ভিলার সঙ্গে বিচ্ছেগ প্রায় পাকা। এরই তাঁর নামে কৃত্রিম উপগ্রহের সম্মান পেয়ে খুশি এমি।
বাংলা খবর/ছবি/খেলা/
বিশ্বজয়ের পর মহাকাশ জয়ের হাতছানি 'দিবু মার্টিনেজের', অনন্য সম্মান আর্জেন্টিনা গোলকিপারকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল