TRENDING:

India vs Bangladesh: টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ

Last Updated:
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের এক ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিজেই। টানা ভাল খেলে, পরপর ৩টি হাফ সেঞ্চুরি করেও শুধু প্রথম একাদশ নয়, স্কোয়াড থেকেও জায়গা খোয়াতে পারেন তিনি।
advertisement
1/6
টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ
লম্বা ছুটি কাটিয়ে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট। এই সিরিজে কোন কোন ক্রিকেটার জাতীয় দলে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/6
তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের এক ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিজেই। টানা ভাল খেলে, পরপর ৩টি হাফ সেঞ্চুরি করেও শুধু প্রথম একাদশ নয়, স্কোয়াড থেকেও জায়গা খোয়াতে পারেন তিনি।
advertisement
3/6
সেই ক্রিকেটার হলেন সরফরাজ খান। দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও তাঁর সুযোগ না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় তাঁর। ৩টি ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি সহ ২০০ রান করেন তিনি।
advertisement
4/6
কিন্তু তারপরও কেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়াক আশঙ্কা করছেন সরফরাজ? এই প্রসঙ্গে তিনি বলেছেন,"আমি কোনও আশা রাখছি না। যদি সুযোগ আসে, আমি তৈরি নিজের সেরাটা দেওয়ার জন্য। এটাই তো আমার কাজ। এত বছর ধরে তো সেটাই করে আসছি। নিজেকে পাল্টা
advertisement
5/6
তবে বাংলাদেশের বিরুদ্ধে সরফরাজ খান তাঁর পারফরম্যান্সের কারণে জায়গা হারাতে পারেন, তেমনটা কিন্তু নয়। বাংলাদেশের বিরুদ্ধে দলের সকল সিনিয়র ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেশি। সেই কারণেই জায়গা হারাতে পারেন সরফরাজ।
advertisement
6/6
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে বাংলাদেশ সিরিজ খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে বাংলাদেশ সিরিজে সিনিয়ররা নিজেদেরকে ঝালিয়ে নিতে চাইবে। যার ফলে দলের বাইরে থাকতে হতে পারে সরফরাজকে।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Bangladesh: টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল