IND vs NZ 2nd Test: হারের কাঁটার মাঝেই ডাবল খুশি ভারতীয় ক্রিকেটারের! দ্বিতীয় টেস্টে নামবেন আরও চনমনে হয়ে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এরইমাঝে খুশি ডাবল হল এক ভারতীয় ক্রিকেটারের।
advertisement
1/5

বেঙ্গালুরুতে ভারতীয় দল হারলেও দ্বিতীয় ইনিংসের চাপের মুহূর্তে ১৫০ রানের ইনিংস খেলে নিজেরে প্রমাণ করেছেন সরফরাজ খান। বুঝিয়ে দিয়েছেন মিডিল অর্ডারে দায়িত্ব নিতে তৈরি তিনি। (Photo Courtesy- AP)
advertisement
2/5
দল হারার আক্ষেপ থাকলেও টেস্ট ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রথম শতরান করার স্বপ্নপূরণ করেছেন সরফরাজ। সেঞ্চুরির পর সরফরাজের আবেদের বহিঃপ্রকাশ ছিল দেখার মত। (Photo Courtesy- AP)
advertisement
3/5
আর আন্তর্জাতিক ক্রিকেটের শতরানের খুশির পর সেই খুশি এবার ডাবল হল সরফরাজ খানের। বড় সুখবর পেলেন তিনি। বাবা হলেন সরফরাজ় খান। এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী।
advertisement
4/5
মুম্বইয়ের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সরফরাজ়ের স্ত্রী রোমানা জাহুর। সোশ্যাল মিডিয়ায় সদ্যাজতকে কোলে নিয়ে সেই ছবিও শেয়ার করেছেন সরফরাজ। ভেসে গিয়েছেন শুভেচ্ছার জোয়ারে।
advertisement
5/5
প্রসঙ্গত, ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছে সরফরাজ খানকে। এবার শতরানের খুশির পরই যেভাবে পিতৃত্বের আনন্দও পেলেন সরফরাজ। সময়টা ও ভাগ্য দুই বদলেছে ভারতীয় তারকার।(Photo Courtesy- AP)