Sara Tendulkar: কনের সাজে সচিন তেন্ডুলকরের মেয়ে! কোনও সুখবর আছে নাকি?
- Published by:Suman Majumder
Last Updated:
Sara Tendulkar: 'রাজকুমারীর মতো দেখাচ্ছে তোমাকে'। লিখলেন যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ।
advertisement
1/6

বিয়ের মরশুম। আর তাই সাজগোজ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা।
advertisement
2/6
এক বন্ধুর বিয়েতে প্রায় কনের সাজে হাজির হন সারা। দারুন দেখাচ্ছিল তাঁকে।
advertisement
3/6
ড্রেসিং সেন্স-এর জন্য এমনিতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পান সারা। এবারও অসাধারণ পোশাকে তাঁকে একেবারে রাজকুমারীর মতো দেখাল।
advertisement
4/6
যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ এদিন সারার ছবিতে কমেন্ট করেন- তোমাকে রাজকুমারীর মতো দেখাচ্ছে।
advertisement
5/6
অনেকেই সারা তেন্ডুলকরকে বিউটি আইকন বলেন। এদিন সারার ছবি নিয়েও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট-এর ঝড় উঠল।
advertisement
6/6
অনেকেই সারা তেন্ডুলকরকে বিউটি আইকন বলেন। এদিন সারার ছবি নিয়েও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট-এর ঝড় উঠল।