TRENDING:

শুভমানের সঙ্গে সচিনের মেয়ের প্রেমে সিলমোহর! শনিবার সারা যা করলেন, অবাক কাণ্ড

Last Updated:
Sara Tendulkar at Gabba- শুভমানের একাধিক পোস্ট -এ সারার প্রতিক্রিয়া এমন গুঞ্জনে আরও ঘি ঢেলেছে। এমনকী অনেকে দাবি করেন, সারা ও শুভমানকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।
advertisement
1/6
শুভমানের সঙ্গে সচিনের মেয়ের প্রেমে সিলমোহর! শনিবার সারা যা করলেন, অবাক কাণ্ড
তাঁর সঙ্গে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন ছিলই। এবার কি তবে সেই প্রেমের সম্পর্কে সিলমোহর পড়ল! কারণ শনিবার সারা যা করলেন, তাতে সবাই অবাক।
advertisement
2/6
ব্রিসবেনের গালারিতে দেখা গেল সচিন-কন্যা সারাকে। গাব্বায় যখন ভারত ফিল্ডিং করছিল, তখনই গ্যালারিতে দেখা গেল সারাকে। কেন হঠাৎ ভারতের টেস্ট ম্যাচ দেখতে গেলেন তিনি!
advertisement
3/6
নেটপাড়ার জোর গুঞ্জন, সারা খেলা দেখতে এসেছিলিন শুভমানের জন্য। গ্যালারিতে সারার পাশেই দেখা গেল জাহির খান ও হরভজন সিংকে।
advertisement
4/6
সারার মনের মানুষ কে, তা নিয়েও বিস্তর অনুমান ও জল্পনার পর্ব চলেছে৷ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে রঙিন গুঞ্জন৷ তবে এই নিয়ে সারা বা শুভমান, কেউই কখনও মুখ খোলেননি।
advertisement
5/6
শুভমানের একাধিক পোস্ট -এ সারার প্রতিক্রিয়া এমন গুঞ্জনে আরও ঘি ঢেলেছে। এমনকী অনেকে দাবি করেন, সারা ও শুভমানকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।
advertisement
6/6
এদিন অবশ্য ভারত ফিল্ডিং করায় শুভমানের ব্যাট করার সুযোগ হয়নি। হয়তো দ্বিতীয়দিন ব্যাট করবে ভারত। তাই রবিবারও ব্রিসবেনের গ্যালারিতে সারাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। শনিবার ভারতের ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত।
বাংলা খবর/ছবি/খেলা/
শুভমানের সঙ্গে সচিনের মেয়ের প্রেমে সিলমোহর! শনিবার সারা যা করলেন, অবাক কাণ্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল