IND vs AUS: খোলামেলা পোশাকে লাস্যময়ী রুপ, অস্ট্রেলিয়ার সৈকতে উষ্ণতা বাড়ালেন সারা! সঙ্গী কি শুভমন?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sara Tendulkar Hot Bold Photos In Australia Sea Beach: সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সারা তেন্ডুলকর। তারপরই ফের জল্পনা শুরু হয়ে যায় শুভমান গিলের জন্যই কি অজিভূমে সারা? এবার অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সারা বেশ কিছু সাহসী ছবি শেয়ার করেছেন।
advertisement
1/10

সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ঘনঘন নিজের নানা মুডের ছবি দিয়ে ফ্যানেদের মন জয় করেন সারা। (Photo Courtesy- Social Media)
advertisement
2/10
সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সারা তেন্ডুলকর। তারপরই ফের জল্পনা শুরু হয়ে যায় শুভমান গিলের জন্যই কি অজিভূমে সারা? (Photo Courtesy- Social Media)
advertisement
3/10
এবার অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সারা বেশ কিছু সাহসী ছবি শেয়ার করেছেন। আর শুভমানের সঙ্গেই কি সারা সমুদ্র সৈকতে ডেটিংয়ে গিয়েছেন? তা নিয়ে শুরু জল্পনা। (Photo Courtesy- Social Media)
advertisement
4/10
নিজের একাধিক ছবি শেয়ার করেছেন সারা। এই ছবিতে, সারা তেন্ডুলকারকে সবুজ রঙের পোশাক পরে দেখা যাচ্ছে। এই ছবিগুলিতে, সারা তার হাসি দিয়ে তার ভক্তদের হৃদয় চুরি কর নিয়েছেন। (Photo Courtesy- Social Media)
advertisement
5/10
এই ছবিতে সারা তেন্ডুলকারকে সমুদ্র সৈকতে শর্ট ড্রেস পরে নানা মুডে দেখা যায়। একটি স্ট্রবেরি নিয়েও খেলতে দেখা যায় মাস্টার ব্লাস্টারের কন্যাকে। (Photo Courtesy- Social Media)
advertisement
6/10
এই ছবিতে সারা তেন্ডুলকার সমুদ্র সৈকতে বেশ উপভোগ করছেন। ছবিতে, সচিন কন্যাতে মাথায় একটি টুপি পরা অবস্থায় ফটো পোজ দিতে দেখা গিয়েছে। (Photo Courtesy- Social Media)
advertisement
7/10
সারা তেন্ডুলকারের ইনস্টাগ্রামে প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ৭.৪ মিলিয়ন মানুষ তাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে। তার ছবি মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেট দুনিয়ায়। (Photo Courtesy- Social Media)
advertisement
8/10
সারা তেন্ডুলকারের এই ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন,আপনাকে সমুদ্র সৈকতে এই ছবিগুলিতে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। (Photo Courtesy- Social Media)
advertisement
9/10
সারা তেন্ডুলকার প্রায়শই তার সম্পর্কের জল্পনার কারণে জন্য শিরোনামে থাকেন। সারার নাম প্রায়ই ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও জড়িয়ে থাকে। (Photo Courtesy- Social Media)
advertisement
10/10
এই সমুদ্র সৈকতে সারা কি গিলের সঙ্গে গিয়েছেন? তা নিয়ে ফ্যানেদের মধ্যে কৌতুহল থাকলেও কোনও ছবিতে গিলের সঙ্গে সারাকে দেখা যায়নি। (Photo Courtesy- Social Media)