TRENDING:

‘‘গোটা বিশ্বকে জয় কর তুমি সারা...’’ মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সচিন, দেখে নিন

Last Updated:
advertisement
1/5
‘‘গোটা বিশ্বকে জয় কর তুমি সারা...’’ মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সচিন, দেখে নিন
দেখতে দেখতে গ্র্যাজুয়েট হয়ে গেলেন সচিন কন্যা সারা তেন্ডুলকরও ৷ ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতকের ডিগ্রি পেলেন সারা ৷ ২০ বছরের সারা মেডিসিনে স্নাতক হলেন ৷ মেয়ের গ্র্যাজুয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন এবং অঞ্জলি তেন্ডুলকরও ৷ গ্যাজুয়েশন সেরিমনির বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সারা ৷ পরে সেটা নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করতে ভোলেননি বাবা সচিন তেন্ডুলকরও ৷ Photo Courtesy: Sachin Tendulkar (Twitter Handle)
advertisement
2/5
মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি সচিন তেন্ডুলকর ৷ ট্যুইটারে সারার গ্র্যাজুয়েশন সেরিমনির বেশ কয়েকটি ছবি রিপোস্ট করে তিনি লেখেন, ‘‘ মনে হচ্ছে যেন এই গতকালই ইউনাভির্সিটিতে পড়ার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে ৷ আর এখন তুমি গ্র্যাজুয়েট ৷ অঞ্জলি আর আমি তোমার জ্যন গর্বিত ৷ এভাবেই গোটা বিশ্ব জয় কর তুমি সারা !’’
advertisement
3/5
লন্ডনে পড়তে যাওয়ার আগে সারা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। মা অঞ্জলিও পেশায় ডাক্তার। পাঁচ বছর আগে মুম্বইয়ে সচিনের অবসর নেওয়ার ম্যাচের শেষদিনে সারাকে টিভিতে দেখানোর পর থেকেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ তৈরি হয়। দেখতে দেখতে ইনস্টাগ্রামে এখন সারা-র এক লক্ষ ফলোয়ার ছাপিয়ে গিয়েছে। সারা সিনেমায় নামছেন এমন জল্পনাও বারবার শোনা গিয়েছে। যদিও সচিন বহুবার মিডিয়ার কাছে আবেদন করেছেন, পড়াশোনায় ব্যস্ত সারাকে যেন নিজের মত থাকতে দেওয়া হয়। Photo Courtesy: Sara Tendulkar/Instagram Handle
advertisement
4/5
Photo Courtesy: Sara Tendulkar/Instagram Handle
advertisement
5/5
Photo Courtesy: Sara Tendulkar/Instagram Handle
বাংলা খবর/ছবি/খেলা/
‘‘গোটা বিশ্বকে জয় কর তুমি সারা...’’ মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সচিন, দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল