Asia Cup 2025: ৩ ম্যাচে ২৭২ রান, এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা, চাপ বাড়ছে গিলের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্কোয়াডে থাকলেও শুভমান গিল থাকার কারণে প্রথম একাদশে জায়গা হবে না সঞ্জুর।
advertisement
1/5

এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্কোয়াডে থাকলেও শুভমান গিল থাকার কারণে প্রথম একাদশে জায়গা হবে না সঞ্জুর।
advertisement
2/5
কিন্তু কেরল ক্রিকেট লিগে একের পর এক দানবীয় ইনিংস খেলে উল্টে গিলকেই কার্যত চাপে ফেলে দিয়েছেন সঞ্জু স্যামসন। শেষ ৩ ম্যাচে ২৭২ রান করে নিজের জায়গা একাদশে প্রায় পাকা করে ফেলেছেন।
advertisement
3/5
কেরল ক্রিকেট লিগে প্রথম ৩টি ম্যাচে ৬ নম্বরে ব্যাট করেছিলেন সঞ্জু। কিন্তু পরের ৩টি ম্যাচে ওপেন করেন তিনি। ১২১, ৮৯ ও ৬২ রান করেন তিনি। ৪২ বলে সেঞ্চুরি, ৪৬ বলে ৮৯, ৩৭ বলে ৬২ রান করেন তিনি।
advertisement
4/5
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়েও অনবদ্য পারফর্ম করেছিলেন সঞ্জু। গত দুই সিরিজ়েও ওপেন করেছেন সঞ্জু। দুই সিরিজ় মিলিয়ে চার ম্যাচে তিনটি শতরান করেন তারকা ব্যাটার।
advertisement
5/5
কিন্তু এশিয়া কাপের দলে শুভমান গিল সহ অধিনায়ক হয়ে ফিরতেই সঞ্জু প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তৈর হয়েছিল। সঞ্জুর এহেন ফর্ম দেখে তাকে বেঞ্চে রাখাটা সহজ হবে না গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবদের কাছে।