Sanju Samson: এশিয়া কাপে সঞ্জু স্যামসনকে নিয়ে হয়ে গেল সিদ্ধান্ত! দুবাই থেকে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanju Samson: দুবাইয়ে এশিয়া কাপের অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। আইসিসি অ্যাকাডেমিতে চলছে অনুশীলন। প্রথম ম্যাচের আগে একটি নাম নিয়ে চলছে জোর চর্চা। তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
1/6

দুবাইয়ে এশিয়া কাপের অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। আইসিসি অ্যাকাডেমিতে চলছে অনুশীলন। প্রথম ম্যাচের আগে একটি নাম নিয়ে চলছে জোর চর্চা। তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
2/6

তিনি হলেন সঞ্জু স্যামসন। সাম্প্রতিক কিছু সময়ে ভারতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন সঞ্জু। করেছেন একাধিক সেঞ্চুরিও। কিন্তু শুভমান গিল দলে ফেরায় তার জায়গা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
advertisement
3/6
ওপেনিংয়ে যতটা সফল সেঞ্জু , মিডল অর্ডার না লোয়ার অর্ডারে ততটা নন। ফলে ওপেনিংয়ে গিলের সঙ্গে অভিষেক শর্মা শুরু করলে প্রথম একাদশে সঞ্জুর থাকা নিয়ে সংশয় রয়েছে। দুবাইয়ে ভারতীয় দলের প্রথম অনুশীলনে সেই ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে গেল।
advertisement
4/6
অনুশীলনে জিতেশ শর্মাকে উইকেটের পিছনে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে দেখা গেছে, অন্যদিকে স্যামসন ওয়ার্ম-আপ সেশনের পর সাইডলাইনে সময় কাটান। এমনকি নেটে তার ব্যাটিং অনুশীলনও ছিল সীমিত।
advertisement
5/6
অনুশীলন সেশনে স্যামসনের উপস্থিতি ছিল অনেকটাই নিস্তেজ। তিনি না ফিল্ডিং করেছেন, না বিশেষভাবে ব্যাটিং। সব মিলিয়ে মনে করা হচ্ছে, প্লেয়িং ইলেভেন থেকে স্যামসনের বাদ পড়া একপ্রকার নিশ্চিত। আর তিনি থাকলেও উইকেট কিপিং করবেন না।
advertisement
6/6
প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর আয়োজক আরব আমির শাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। ফলে প্রথম ম্যাচেই গম্ভীর-সূর্যকুমারকে যা পরীক্ষা-নিরীক্ষা করার করে নিতে হবে।