TRENDING:

ডাগআউটের সামনে ঋষভকে জেরা দলের মালিকের! গত বছরের ছবি ফের ভেসে উঠল চলতি মরশুমের IPL-এ

Last Updated:
Rishabh Pant IPL 2025: গত বছর কে এল রাহুলের তিরস্কারের কথা এখনও খুব সম্ভবত ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। আর এবার, আইপিএল-এর চলতি মরশুমে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রশ্নের মুখে পড়লেন অধিনায়ক ঋষভ পন্থ।
advertisement
1/5
ডাগআউটের সামনে ঋষভকে জেরা দলের মালিকের! গত বছরের ছবি ফের ভেসে উঠল চলতি মরশুমের IPL-এ
বিষয়টা শালীন কী অশালীন, নৈতিক কী অনৈতিক- সে সব প্রশ্ন অনেক দূরের কথা! ব্যাপার হচ্ছে, খেলায় তো হার-জিত থাকবেই! তার জন্য যদি খেলোয়াড়দের দলের মালিকের তিরস্কারের মুখে পড়তে হয়, তা হলে তা বেশ কিছু ভুরু কুঁচকে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে বইকি! অথচ, আইপিএল-এর মাঠে বার বার এই এক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত বছর কে এল রাহুলের তিরস্কারের কথা এখনও খুব সম্ভবত ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। আর এবার, আইপিএল-এর চলতি মরশুমে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রশ্নের মুখে পড়লেন অধিনায়ক ঋষভ পন্থ।
advertisement
2/5
অনেকে বলতেই পারেন, ঋষভের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। ২৪ মার্চ, ২০২৫-এ লখনউ সুপারজায়ান্টস ১৮তম মরশুমের তাদের প্রথম ম্যাচ খেলেছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালস শেষ ওভারে তাদের পরাজিত করে। এই ম্যাচটি ঋষভ পন্থের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। ২৭ কোটি টাকা দরে কেনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ, এবার তিনি যদি লখনউয়ের হয়ে তাঁর প্রথম ম্যাচেই বিধ্বসংসী পারফরম্যান্সের প্রমাণ দিতে না পারেন, সমালোচনা হবে! অনেকেই বলবেন, যদি তিনি শেষ ওভারে স্টাম্পিং মিস না করতেন, তাহলে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জিতত।
advertisement
3/5
লখনউ সুপার জায়ান্টস-এর নতুন অধিনায়ক ঋষভ পন্থ উইকেট ছুঁড়ে ফেলে দেন, ছয় বলে ০ রান করার পরে! কুলদীপ যাদব তাঁকে বাউন্ডারিতে ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দেন। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর, উইকেটকিপিংয়েও ব্যর্থ হন ঋষভ। শেষ ওভারে, যখন দিল্লি ক্যাপিটালসের ছয় রানের প্রয়োজন ছিল এবং তারা নয় উইকেট হারিয়ে ফেলেছিল, তখন শাহবাজ আহমেদের প্রথম বলেই মোহিত শর্মাকে স্টাম্প করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ঋষভ পন্থ।
advertisement
4/5
এর পর নজর কেড়ে নেন আশুতোষ শর্মা! তাঁর ৩১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে এক উইকেটে ম্যাচ জিতে নেয়। শাহবাজ আহমেদের বলে আকাশছোঁয়া ছক্কা মেরে দলকে জয় এনে দেন আশুতোষ। তাঁর ইনিংস চলাকালীন তিনি পাঁচটি চার এবং ছক্কা হাঁকান!
advertisement
5/5
এর আগে দিল্লি ক্যাপিটালস নিকোলাস পুরান (৭৫) এবং মিচেল মার্শের (৭২) হাফ সেঞ্চুরি দিয়ে লখনউ সুপারজায়ান্টসকে আট উইকেটে ২০৯ রানে আটকে দেয়। এ যেন ঠিক জেতা ম্যাচ হেরে যাওয়ার গল্প! ফলে, সঞ্জীব গোয়েঙ্কাকে সীমানার ঠিক বাইরে ডাগআউটের সামনে ঋষভকে প্রশ্ন করতে দেখা গিয়েছে। দেখা যাক, ঋষভ কবে সেই প্রশ্নের জুতসই উত্তর দেন!
বাংলা খবর/ছবি/খেলা/
ডাগআউটের সামনে ঋষভকে জেরা দলের মালিকের! গত বছরের ছবি ফের ভেসে উঠল চলতি মরশুমের IPL-এ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল