'ক্রিকেটাররা নগ্ন ছবি পাঠাত, যৌন সম্পর্কের প্রস্তাব দিত', বিস্ফোরক বাঙ্গার তনয়া, কাদের বিরুদ্ধে অভিযোগ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanjay Bangar transgender child Anya made major allegation: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে অনয়া। সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার তনয়া। এবার বিস্ফোরক অভিযোগ করলেন অনয়া।
advertisement
1/5

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে অনয়া। সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার তনয়া। এবার বিস্ফোরক অভিযোগ করলেন অনয়া।
advertisement
2/5
'দ্য লালনটপ’ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনায় জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের পর কী কী অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তিনি। এমনকী ক্রিকেটাররা তাকে কীভাবে হেনস্থা করেছে সেই কথাও জানিয়েছেন তিনি।
advertisement
3/5
ওই সাক্ষাৎকারে অনয়া বলেছেন, লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনও ভয়ঙ্কর অভিজ্ঞতারও স্বীকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছে। সকলের সামনে গালি দিয়েছেন ।"
advertisement
4/5
এরপরই বিস্ফোরক অভিযোগ করে অনয়া বলেন, “ভারতে গিয়েছিলাম কিছু দিন আগে। এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে শুতে চাই।”
advertisement
5/5
এমন পরিস্থিতির শিকার হয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তনয়া। তবে কোন ক্রিকেটাররা তাকে এমন কু-প্রস্তাব দিয়েছিল বা অুপমান করেছিল, তাদের নাম জানাননি অনয়া। এছাড়া সাক্ষাৎকারে লিঙ্গ পরিবর্তনের সময় নিজের জীবন সংগ্রামের কথাও জানিয়েছেন বাঙ্গার তনয়া।