TRENDING:

২০২৭ বিশ্বকাপে খেলবেন না বিরাট কোহলি? বড় খবর দিলেন ভারতের কোচ

Last Updated:
Virat Kohli: কোহলি ২০২৭ বিশ্বকাপে আর খেলবেন না? বড় ইঙ্গিত দিলেন কোচ।
advertisement
1/7
২০২৭ বিশ্বকাপে খেলবেন না বিরাট কোহলি? বড় খবর দিলেন ভারতের কোচ
বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তাঁর মতো স্বপ্ন হয়তো কেউ দেখেননি। বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তার পরও স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির।(Photo: X)
advertisement
2/7
বিরাট কোহলি এবার বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জোড়া রেকর্ড ভেঙেছেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে তাঁর। রোহিত শর্মা নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাঁর ছোটবেলার কোচ বলেছিলেন, এই বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আর খেলবেন না। তবে বিরাট কোহলি কী করবেন, তা এখনও জানা যায়নি।
advertisement
3/7
এক বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ২০০৩ বিশ্বকাপে সচিন ৬৭৩ রান করেছিলেন। এবার সেই রানও টপকে গিয়েছেন বিরাট কোহলি। যে কোনও বড় মঞ্চে যেন তিনিই ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন।
advertisement
4/7
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ঈশ্বর নিশ্চয়ই ওর জন্য ভাল কিছু ভেবে রেখেছেন। মনে রাখতে হবে, সচিন তেন্ডুলকরে বিশ্বকাপ জিততে আগে ছটা বিশ্বকাপে খেলতে হয়েছিল।
advertisement
5/7
বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এমনকী ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আউচ হন দুর্ভাগ্যজনকভাবে।
advertisement
6/7
বাঙ্গার জাতীয় দল ও আরসিবিতেও কাছ থেকে দেখেছেন কোহলিকে। তিনি এদিন বিরাট প্রসঙ্গে বলেন, ও যা পারফর্ম করেছে তাতে ওর জয়ের খিদে সবাই দেখেছে। ফলে এত সহজে ও ছেড়ে দেবে না। ও সচিনের মতোই মহান ক্রিকেটার। বিরাট ভগবানের আশীর্বাদধন্য। ফলে ওর জন্য আরও ভাল কিছু অপেক্ষা করছে।
advertisement
7/7
বাঙ্গার নিজের কথায়, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বিরাট কোহলি এখনই হাল ছাড়ছেন না। ফলে তিনি ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই আশা করা যায়।
বাংলা খবর/ছবি/খেলা/
২০২৭ বিশ্বকাপে খেলবেন না বিরাট কোহলি? বড় খবর দিলেন ভারতের কোচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল