Sania Mirza Shoaib Malik: ফাঁস শোয়েব মালিকের গোপন কীর্তি! এবার বোমা ফাটালেন পাক তারকার বোন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sania Mirza Shoaib Malik: বিগত কয়েক মাস ধরে শোয়েব মালিক ও সানিয়ে মির্জার বিবাহ বিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছিল, তা শোয়েবের বিয়ের খবরের মধ্য দিয়ে নিশ্চিৎ হল। তবে শোয়েবের বিয়ের পরই বোমা ফাটালেন পাক তারকার বোন।
advertisement
1/6

শনিবার সকালে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার কথা জানান পাকিস্তানের প্রাক্তন অধিানায়ক শোয়েব মালিক। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজের তৃতীয় বিয়ের খবর দেন পাক তারকা।
advertisement
2/6
বিগত কয়েক মাস ধরে শোয়েব মালিক ও সানিয়ে মির্জার বিবাহ বিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছিল, তা শোয়েবের বিয়ের খবরের মধ্য দিয়ে নিশ্চিৎ হল। তবে শোয়েবের বিয়ের পরই বোমা ফাটালেন পাক তারকার বোন।
advertisement
3/6
পাক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব মালিকের বোন। সানিয়া মির্জার পাশেই দাঁড়িয়েছেন ননদ। সানিয়া-শোয়েবের বিচ্ছেদের কারণ হিসেবে যাবতীয় দোষ শোয়েবকেই দিয়েছেন তাঁর বোন।
advertisement
4/6
ওই সাক্ষাৎকারে শোয়েব মালিকের বোন জানিয়েছেন, দাদার বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। বিগত কয়েক বছরে একাধিক বছরে জড়িয়েছেন শোয়েব। যা কিছুতেই মেনে নিতে পারেননি সানিয়া। অনেক বুঝিয়েও শোয়েবকে সঠিক পথে আনা যায়নি। অশান্তি লেগেই থাকত দুজনের মধ্যে।
advertisement
5/6
পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শোয়েবের বোন বিয়ে ভাঙার জন্য নিজের দাদাকেই দায়ী করেছেন। সানা জাভেদের সঙ্গে বিয়েতে শোয়েবের পরিবারের কারও মত ছিল না বলেই জানিয়েছেন তাঁর বোন। বাড়ির সকলকে ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তিনি।
advertisement
6/6
শোয়েব মালিক ও সানিয়া জাভেদের বিয়ের পর শোয়েবের বোনের এহেন বিস্ফোরক মন্তব্যের পর পাক তারকার উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও মুখ খোলেননি শোয়েব মালিক।