স্বামী মজে পরকীয়ায়, ছেলেকে নিয়ে একা লড়ছেন, সানিয়া মির্জার জীবন কি ছারখার!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
sania mirza Insta Story: বর অন্য মহিলার সঙ্গে সম্পর্কে। ছেলেকে নিয়ে একাই জীবনযুদ্ধে লড়ছেন সানিয়া মির্জা!
advertisement
1/6

২০১০-এ বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে। ফলে ভারতের টেনিস সুন্দরী সানিয়াকে অনেক কটাক্ষ শুনতে হয়। করাচিতে শ্বশুরবাড়ি হলেও সানিয়া ও শোয়েব থাকতেন দুবাইতে।
advertisement
2/6
সুখের সংসার ছিল। তার পর ছেলে ইজহান এল তাঁদের জীবনে। তখনও সবই ঠিকঠাক। আচমকা তাল কাটল শোয়েবের সঙ্গে এক মহিলার পরকীয়ার গুঞ্জনে।
advertisement
3/6
পাকিস্তানের সুন্দরী মডেল-অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। তার পর থেকেই সানিয়া ও তাঁর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দুজনে এখন নাকি আলাদা থাকেন।
advertisement
4/6
ছেলে ইজহানকে মাঝেমধ্যে দেখতে দুবাই যান শোয়েব। বাকি সবটা সানিয়া এখন একাই সামলান বলে খবর। আর তাই নিজের এই একার লড়াইকে নিয়ে এবার মুখ খুলে ফেললেন সানিয়া মির্জা।
advertisement
5/6
The Motherhood Home-এর একটি কোটেশন শেয়ার করেছেন সানিয়া। যে সব মায়েরা একাই সবটা সামলাচ্ছেন, তাঁদের কুর্নিশ জানিয়েছেন সানিয়া।
advertisement
6/6
অনেকেই বলছেন, সানিয়া এই ইনস্টা স্টোরি আসলে তাঁর জীবনের কথা বলে দিচ্ছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ, ছেলেকে একা সামলানোর লড়াই। নিজের এই লড়াইয়ের কথাই তিনি পরোক্ষভাবে তুলে ধরলেন।