Sania Mirza: সদ্য হয়েছে তাঁর ডিভোর্স, এবার বিবাহিত মহিলাদের বড় বার্তা দিলেন সানিয়া মির্জা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sania Mirza gave a big message for married women: মাঠের মতই জীবন যুদ্ধেও যে একেবারে হেরে যাওয়ার পাত্রী তিনি নন তা শোয়েবের সঙ্গে বিচ্ছেদে কয়েক দিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন।এবার বিবাহিত মহিলাদের জন্য মুখ খুললেন সানিয়া মির্জা।
advertisement
1/5

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
advertisement
2/5
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
advertisement
3/5
মাঠের মতই জীবন যুদ্ধেও যে একেবারে হেরে যাওয়ার পাত্রী তিনি নন তা শোয়েবের সঙ্গে বিচ্ছেদে কয়েক দিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন। ছেলে ইজহানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চান তিনি, সেই বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন।
advertisement
4/5
নিজের ঘর ভাঙলেও এবার বিবাহিত মহিলাদের জন্য মুখ খুললেন সানিয়া মির্জা। এক সাক্ষাৎকারে সানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখান কোনও মানে নেই।
advertisement
5/5
ওই সাক্ষাৎরারে সানিয়া মির্জা বলেছেন,"নিজেকে কোনওভাবেই বদলাবে না। নিজে যেমন তেমনই থাকবে। কারণ, তুমি যেমন তেমনটা দেখেই তোমাকে কেউ পছন্দ করেছিল, ভালবেসেছিল। কোনও কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দেবে না।"