Sania Mirza-Shoiab Malik Divorce Case: শোয়েব-সানিয়ার বিচ্ছেদের খবরের মাঝেই পাকিস্তানি অভিনেত্রীর বড় বয়ান, ক্রিকেটারের সঙ্গে বিয়েতে মুখ খুললেন
- Published by:Arjun Neogi
Last Updated:
এই তৃতীয় ব্যক্তির আগমনের ফলেই সুখের সংসার ভাঙতে চলেছে সানিয়া ও শোয়েবের সোশ্যাল মিডিয়ায় তুলকালাম
advertisement
1/11

বহু চর্চিত সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ডিভোর্সের খবর বেশ কয়েক মাস ধরে সংবাদ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ৷ একই সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা উমরের কথাও রীতিমত চর্চায় এসেছে পাশাপাশি ৷ ফাইল ছবি ৷
advertisement
2/11
কিন্তু সূত্রের খবর এটাই বলছে খুব তাড়াতাড়ি এই দুই জনেই আলাদা হতে চলেছেন ৷ তবে এই নিয়ে সানিয়া বা শোয়েবের সরাসরি বিবৃতি পাওয়া যায়নি এখনও ৷ ফাইল ছবি ৷
advertisement
3/11
এই দুই তারকা দম্পতির পথ আজ আলাদা হয়েছে ৷ এখন শুধুই কাগজ কলমের কাজই বাকি হয়েছে ৷ তবে এই আয়েশা উমর এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাননি ৷ ফাইল ছবি ৷
advertisement
4/11
এই খবর রীতিমত চলছে যে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের পিছনে এই পাকিস্তানি অভিনেত্রী রয়েছেন ৷ অন্য দিকে অভিনেত্রী আয়েশা উমরের পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যানি এখনও ৷ ফাইল ছবি ৷
advertisement
5/11
ইনস্টাগ্রামে আয়েশা উমর এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন না এক্কেবারেই নয় শোয়েব সানিয়ার বিয়ে হয়ে গিয়েছে ৷ তিনি স্ত্রীর সঙ্গে বেশ ভালই আছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/11
আয়েশা জানিয়েছেন শোয়েব ও সানিয়াকে অত্যন্ত সম্মান করেন ৷ শোয়েব তাঁর অত্যন্ত ভাল বন্ধু ৷ শোয়েব ও সানিয়ে একে অপরকে অত্যন্ত সম্মান করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/11
তবে অনেকেই মনে করছেন আয়েশা উমর আসলে শোয়েব ও সানিয়ার ডিভোর্সের প্রধান কারণ ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতে রীতিমত বিদ্রুপের শিকার হচ্ছেন সানিয়া মির্জা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/11
পাকিস্তানি মিডিয়া সূত্রে জানতে পারা গিয়েছে একটি ফটোশ্যুটের পরেই শোয়েব ও আয়েশা অত্যন্ত ঘনিষ্ঠ হতে শুরু করেছেন ৷ এরপরেই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরতে শুরু করে ৷ ফাইল ছবি ৷
advertisement
9/11
জানতে পারা যাচ্ছে সানিয়া মির্জা দুবাইয়ে আলাদা বাড়ি ভাড়া নিয়ে আছেন ৷ সনিয়া ও শোয়েব পাম-জুমরাহে একসঙ্গে থাকতেন ৷ ফাইল ছবি ৷
advertisement
10/11
যদিও এই সম্পর্কের কথা বললে বলা যেতে পারে এই বিষয়ে নিয়ে সানিয়া বা শোয়েব কেউই কোনও রকমের ঘোষণা করেননি ৷ এখন দু'জনে ইনস্টাগ্রামে ফলো করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
11/11
শোয়েব সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সেটি ভক্তদের বিশাল ভাবে উজ্জীবিত করেছে ৷ ফাইল ছবি ৷