Saina Nehwal : বাতের ব্যথা শেষ করে দিল কেরিয়ার! মাত্র ৩৫ বছর বয়সে জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিলেন সাইনা নেহওয়াল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Saina Nehwal : সাইনা বলেন, আমার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা কোনও বড় ব্যাপার নয়। লোকজন ধীরে ধীরে বুঝতে পারবে, সাইনা আর খেলে না। বিশ্ব ব্যাডমিন্টনে ভাল জায়গায় থাকতে হলে রোজ ৮-৯ ঘন্টা প্র্যাকটিস করতে হয়। আমার শরীর আর ২ ঘণ্টার বেশি দিচ্ছে না।
advertisement
1/6

বাতের ব্যথায় কাবু ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল। আর সেই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেলেন না তিনি। শেষমেশ ৩৫ বছর বয়সেই ব্যাডমিন্টনকে বিদায় জানালেন।
advertisement
2/6
২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী সাইনা নেহওয়াল শেষবার ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। তবে সেই সময় তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করেননি। এবার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক স্তরে খেলতে যে ফিটনেস লাগে তাঁর শরীর আর তা দিতে পারছে না।
advertisement
3/6
একটি পডকাস্টে সাইনা বলেছেন, “আমি দু’বছর আগেই খেলা বন্ধ করে দিয়েছিলাম। আসলে আমার মনে হয়েছে, আমি নিজের শর্তেই এই খেলায় এসেছিলাম এবং নিজের শর্তেই বেরিয়ে যাবো। তাই আলাদা করে কিছু ঘোষণা করার প্রয়োজন ছিল না।” তিনি আরও বলেন, “আপনি যদি আর খেলার যোগ্য না থাকেন, তাহলে সেটাই শেষ। এতে কোনও সমস্যা নেই।”
advertisement
4/6
সাইনা বলেন, আমার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা কোনও বড় ব্যাপার নয়। লোকজন ধীরে ধীরে বুঝতে পারবে, সাইনা আর খেলে না। বিশ্ব ব্যাডমিন্টনে ভাল জায়গায় থাকতে হলে রোজ ৮-৯ ঘন্টা প্র্যাকটিস করতে হয়। আমার শরীর আর ২ ঘণ্টার বেশি দিচ্ছে না। এভাবে তো সম্ভব নয়।
advertisement
5/6
সাইনা বলেছেন, মা-বাবা, কোচকে আমি জানিয়ে দিয়েছি। আমার দ্বারা আর হচ্ছে না। সামান্য প্র্যাকটিসের পরই হাঁটুতে ব্যথা হচ্ছে। একাধিক চোট রয়েছে। সেগুলো কাটিয়ে উঠে ফিটনেস ধরে রাখাটা কঠিন।
advertisement
6/6
২০২৪ সালে তিনি জানান, তাঁর হাঁটুতে আর্থ্রাইটিস রয়েছে এবং কার্টিলেজ ক্ষয়ে গেছে, যার ফলে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় অনুশীলন করা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আর এবার সরাসরি অবসরের কথা জানিয়ে দিলেন সাইনা।