মেয়ের মৃত্যুর খবর পান ম্যাচের মাঝে! এই ক্রিকেটারের কেরিয়ার, জীবন তছনছ হয়ে যায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Saeed Anwar: সাড়ে তিন বছরের মেয়ের মৃত্য়ু। খবরটা পেয়েছিলেন ম্যাচের মাঝেই।
advertisement
1/8

পাকিস্তানের প্রাক্তন ওপেনার সৈয়দ আনয়ারকে কে না চেনেন! আজ তিনি ৫৫ বছরে পা রাখলেন।
advertisement
2/8
নয়ের দশকে তিনি ছিলেন এশিয়ার অন্যতম ভয়ানক ওপেনার। একের পর এক মারকাটারি ইনিংস খেলেছেন তিনি।
advertisement
3/8
২০০১ সালে মুলতান টেস্টে শেষবার তাঁকে পাকিস্তানের টেস্ট জার্সিতে দেখা যায়। সেই টেস্ট চলাকালীন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল।
advertisement
4/8
ওই টেস্ট হচ্ছিল পাকিস্তান বনাম বাংলাদেশের। তখনই সাড়ে তিন বছরের মেয়ে বিসমাহর মৃত্য়ুর খবর পান আনোয়ার।
advertisement
5/8
বিসমাহ অনেকদিন ধরে কঠিন অসুখে ভুগছিলেন। মেয়ের মৃত্য়ুর খবরে ভেঙে পড়েন আনোয়ার।
advertisement
6/8
ওই টেস্টের প্রথম ইনিংসে আনোয়ার সেঞ্চুরি করেছিলেন। ২৬৪ রানে ম্যাচটা জিতেছিল পাকিস্তান। তবে ম্যাচের মাঝে ওরকম খবর আনোয়ারের জীবন তছনছ করে দেয়।
advertisement
7/8
এর পর আর টেস্ট খেলেননি আনোয়ার। তবে একদিনের ক্রিকেটে এর পরও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তবে তিনি আর নিয়মিত সুযোগ পেতেন না পাকিস্তান দলে।
advertisement
8/8
ভারতের বিরুদ্ধে ১৪৬ বলে ১৯৪ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন আনোয়ার। তাঁর সেই ইনিংস আজও অনেকেরই মনে আছে।