Sachin Tendulkar|Sara Tendulkar: মডেলের থেকে কোনও অংশে কম নন, কালো ল্যাহেঙ্গা ও কাঁধখোলা বক্ষবাসে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Diwali 2021|ICC T20 World Cup 2021| Sachin Tendulkar|Sara Tendulkar|Bhai Dooj|Bangla News|Anjali Tendulkar: সারা তেন্ডুলকর কোনও মডেলের থেকে কম হট নন
advertisement
1/10

সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকরও বাবার মতই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় (Daughter of Sachin Tendulkar Sara Tendular in very very much effective in social media) ৷ সারার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও রয়েছে সেখানে এই মুহূর্তে ১.৫ মিলিয়ন ফলোয়ারও ৷ প্রায় মাঝে মাঝেই সারা তেন্ডুলকর তাঁর সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও ছবি আপলোড করেন যা দেখে রীতিমত কাঁপে সোশ্যাল মিডিয়া ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
এইবার দীপাবলিতে (Diwali 2021) সারা তেন্ডুলকর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ৷ যেখানে কালো রঙের ল্যাহেঙ্গা অফ শোল্ডার বক্ষবাস পরেছেন সারা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
দারুণ পোজে সারা তেন্ডুলকর (Sara Tendulkar) যেন কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া বারে বারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
বেশ কিছু ছবিতে তুলেছেন সারা তেন্ডুলকর যা দেখে ভক্তরা রীতিমত পছন্দ করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/10
বন্ধুদের সঙ্গে দীপাবলির আনন্দে মুখরিত সারা সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/10
পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের কন্যা সারা বাবার মতই সবার প্রিয় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
সারা তেন্ডুলকরের জন্ম হয় ১২ অক্টোবর ১৯৯৭ সালে ৷ সাহারা কাপ শেষ হওয়ার পরেই সচিন তেন্ডুলকরের মেয়ের জন্ম হয়েছিল ৷ এমনই এক ক্রিকেট প্রতিযোগিতা ছিল যেখানে দেশ সচিনের নেতৃত্বে ট্রফি জয় করেছিল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/10
সারা তাঁর সৌন্দর্য ও ড্রেসিং সেন্সের জন্যই বিশেষ ভাবেই পরিচিত ৷ বিগত বেশ লম্বা সময় ধরেই সারা ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিলের সঙ্গে সংযুক্ত ৷ যদিও এই বিষয় নিয়ে এখনও সারা, সচিন এই বিষয় নিয়ে বিশেষ কোনও আলোকপাত করেননি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
সারা তেন্ডুলকর (Sara Tendulkar) শাহরুখ খান (Shahrukh Khan) ও জাস্টিন বিবরের (Justin Bieber) ভক্ত ৷ সারা ইনস্টাগ্রামের পোস্ট দেখে বোঝা যায় এই কথাই ৷ শাহরুখের একটি ভিডিও সারা শেয়ার করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
সারা তেন্ডুলকর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন ৷ সারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ স্নাতকের সময়ে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর (Anjali Tendulkar) ৷ সারা বেশিরভাগ সময়েই মুম্বই ও লন্ডনে ঘুরে ফিরে থাকেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷