Sachin Tendulkar: ছুটি কাটাতে মাসাই মারাতে সপিরাবের সচিন, শেয়ার করলেন জঙ্গল সাফারির ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar: বর্তমান থেকে প্রাক্তন, ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই এখন ব্যস্ত ছুটি কাটাতে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ছুটি কাটাতে গিয়েছেন কেনিয়ার মাসাই মারাতে।
advertisement
1/6

বর্তমান থেকে প্রাক্তন, ভারতীয় দলের সকল ক্রিকেটাররাই এখন ব্যস্ত ছুটি কাটাতে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও ছুটি কাটাতে গিয়েছেন কেনিয়ার মাসাই মারাতে।
advertisement
2/6
স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে সঙ্গে নিয়ে মাসাই মারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি করছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবিও শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার।
advertisement
3/6
শেয়ার করা ছবিতে তেন্ডুলকর পরিবারের ৩ সদস্যকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে। জঙ্গল সাফারি করতে গিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন সচিন তেন্ডুলকর।
advertisement
4/6
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সচিনের শেয়ার করা ছবিতে মাসাইমারা চিতা বাঘ, জিরাফ সহ একাঝিক বন্যপ্রাণকে দেখা গিয়েছে।
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় মোট ৬টি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ছবি শেয়ার করে ক্যাপশনে সচিনলিখেছেন, মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।'
advertisement
6/6
শুধু সাফারি করাই নয়, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথাও বলেছেন। ছুটি যে বেশ চুটিয়ে উপভোগ করছেন 'ছোটে নবাব' তা ছবিই বলে দিচ্ছে।