TRENDING:

Sara Tendulkar Income: সচিনের ছেলে তো ক্রিকেটার, মেয়ে সারা কী পাশ জানেন? মাসে কত রোজগার তেন্ডুলকর কন্যার? শুনলে অবাক হবেন!

Last Updated:
তিনি মডেলিং করেন৷ শোনা গিয়েছিল তিনি বলিউডে পা দিতে চলেছেন৷ তবে সে খবর ভুয়ো বলে জানিয়েছিলেন তাঁর বাবা সচিন৷
advertisement
1/11
সচিনের ছেলে তো ক্রিকেটার,মেয়ে সারা কী পাশ জানেন?মাসে কত রোজগার তেন্ডুলকর কন্যার?
বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন সারা তেন্ডুলকর৷ সচিনের মেয়ে হিসেবে তো বটেই, ইদানিং শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়৷
advertisement
2/11
সারার ইনস্টাগ্রামের ছবিও উঠে আসেছে খবরে৷ কারণ তিনি এতটাই মোহময়ী যে তাঁর ছবি থেকে মুখ ফেরানো যায় না৷
advertisement
3/11
সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও থেকেও বেশি ফলোয়ার রয়েছে সচিন কন্যার৷
advertisement
4/11
অসম্ভব সুন্দর স্টাইলিং সেন্স রয়েছে সারার৷ ফ্যাশন ডিভা বললেও কম বলা হবে৷
advertisement
5/11
মাত্র ২৬ বছর বয়সেই তিনি কোটি টাকার মালিক৷ এই টাকা তাঁর পারিবারিক নয়, নিজস্ব৷
advertisement
6/11
তবে কী করেন সারা? কী তাঁর পেশা, জানলে খুবই অবাক হবেন!
advertisement
7/11
বলিউডের কোনও ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনও অভিনেত্রীর থেকে কম নয়। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ ফ্যানরা৷
advertisement
8/11
তিনি মডেলিং করেন৷ শোনা গিয়েছিল তিনি বলিউডে পা দিতে চলেছেন৷ তবে সে খবর ভুয়ো বলে জানিয়েছিলেন তাঁর বাবা সচিন৷
advertisement
9/11
মডেল হিসেবে একটি নামি ব্র্যান্ডে আত্মপ্রকাশ করেন সারা৷ বনিসা সান্ধু এবং তানিয়া শ্রফের সঙ্গে সেখানে দেখা গিয়েছিল সারাকে৷
advertisement
10/11
এছাড়া সারা পড়াশুনা করেছেন মেডিসিন নিয়ে৷ মায়ের পথেই হেঁটেছেন তিনি। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷
advertisement
11/11
সচিনের ছেলে বাবার মতো ক্রিকেটার হলেও, মেয়ে সারা মায়ের মতো হয়েছেন৷ সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সারাও মায়ের মতো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
Sara Tendulkar Income: সচিনের ছেলে তো ক্রিকেটার, মেয়ে সারা কী পাশ জানেন? মাসে কত রোজগার তেন্ডুলকর কন্যার? শুনলে অবাক হবেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল