সচিনের ছেলের দাদাশ্বশুর...বিরাট সম্পত্তি...বিশাল ব্যবসা! কোন কোম্পানির মালিক জানেন...আমরা সবাই খাই সেটার প্রোডাক্ট, নাম রবি ঘাই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তিনি SAARC অন্তর্ভুক্ত দেশগুলিতে বাসকিন-রবিন্স আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসেন। বর্তমানে তিনি গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোয়ালিটি রিড এস্টেটস প্রাইভেট লিমিটেড এবং পারফেক্ট লাইভস্টক এলএলপি সহ একাধিক পরিচালক পদে অধিষ্ঠিত।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন মুম্বইয়ের সানিয়া চান্দোক নামে একজমের সাথে। এই বাগদান অনুষ্ঠানে উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
2/6
কে এই সানিয়া চান্দোক, তা জানতে গিয়েই উঠে আসছে বড় তথ্য৷ এই সানিয়া চান্দোক হলেন, মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী, খাদ্য এবং হসপিটালিটি বিজনেসের টাইকুন, মুম্বইয়ের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম টইকুন রবি ঘাই৷ রবি ঘাই গ্র্যাভিস গ্রুপের প্রধান৷
advertisement
3/6
রবি ঘাই তাঁর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য মুম্বইয়ের ব্যবসায়ী সমাজে রীতিমতো সেলিব্রেটেড৷ রবির বিরাট সম্পত্তির পিছনে অন্যতম কারণ মেরিন ড্রাইভের ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড, দ্য ব্রুকলিন ক্রিমারির মতো আইকনিক ব্র্যান্ড।
advertisement
4/6
কর্নেল থেকে কর্পোরেট নেতৃত্বরবি ঘাই কর্নেল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ স্কুল অফ হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের একজন প্রাক্তন ছাত্র। ১৯৬৭ সালে, তিনি মুম্বই ফিরে আসেন এবং তাঁর বাবা ইকবাল কৃষ্ণ (আইকে) ঘাইয়ের কাছ থেকে ব্যবসায়িক উত্তরাধিকার গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে, গ্র্যাভিস গ্রুপ কোয়ালিটি আইসক্রিম এবং নটরাজ হোটেল (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল নামে পরিচিত) এর মতো বিখ্যাত ব্র্যান্ড চালু করে।
advertisement
5/6
তিনি SAARC অন্তর্ভুক্ত দেশগুলিতে বাসকিন-রবিন্স আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসেন। বর্তমানে তিনি গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোয়ালিটি রিড এস্টেটস প্রাইভেট লিমিটেড এবং পারফেক্ট লাইভস্টক এলএলপি সহ একাধিক পরিচালক পদে অধিষ্ঠিত। তিনি SAARC অন্তর্ভুক্ত দেশগুলিতে বাসকিন-রবিন্স আইসক্রিমের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসেন। বর্তমানে তিনি গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোয়ালিটি রিড এস্টেটস প্রাইভেট লিমিটেড এবং পারফেক্ট লাইভস্টক এলএলপি সহ একাধিক পরিচালক পদে অধিষ্ঠিত।
advertisement
6/6
২৫ বছর বয়সি অর্জুন একজন বাঁ-হাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। তিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সাল থেকে আইপিএলে অর্জুন তেন্ডুলকার মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সে অভিষেক করেছিলেন তিনি। অন্যদিকে মুম্বইয়ের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান সানিয়া, লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন।