TRENDING:

Sachin Tendulkar: ভূস্বর্গে 'ক্রিকেট ঈশ্বর', সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের, রইল সেরা ছবি

Last Updated:
Sachin Tendulkar: পরিবারের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর নানা ভিডিও ও ছবি শেয়ার করছেন।
advertisement
1/5
ভূস্বর্গে 'ক্রিকেট ঈশ্বর',সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের,রইল সেরা ছবি
পরিবারের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর নানা ভিডিও ও ছবি শেয়ার করছেন।
advertisement
2/5
এর আগে কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন সচিন। এবার নিজের ও পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে সচিন লিখলেন,'পহেলগাঁওতে আমাদের প্রথম তুষারপাত'।
advertisement
3/5
কোনও ছবিতে বরফের মাঝে চেয়ারে বসে পোজ দিয়ে ছবি তুলছেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে রয়েছ একটি মিষ্টি ল্যাম্ব। ছবিতে হাসি মুখে এনজয় করতে দেখা যায় সচিনকে।
advertisement
4/5
আবার কোনও ছবিতে তুষারপাতের আনন্দ চুটিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আকা দু-হাত ছুড়ে দিয়ে লুটে নিচ্ছেন ভূস্বর্গের আনন্দ।
advertisement
5/5
এছাড়া পরিবারের সঙ্গেও তুষারপাতের মাঝে দাঁড়িয়ে একাধিক ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ক্স এবং ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Sachin Tendulkar: ভূস্বর্গে 'ক্রিকেট ঈশ্বর', সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের, রইল সেরা ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল