অর্জুনের পর কি তবে এবার সারার পালা? আবারও কি সচিন তেন্ডুলকরের পরিবারে খুশির হাওয়া? গোয়ার ভাইরাল ছবি ঘিরে চর্চা তুঙ্গে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি সারা নিজের ব্যবসা শুরু করেছেন। এমনিতে বেড়াতে যাওয়ার প্রতিও ভালবাসা রয়েছে তাঁর। এরই মাঝে এক তরুণের সঙ্গে সারার ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, ছবিগুলি গোয়ায় তোলা। কিন্তু সারার সঙ্গে থাকা সুদর্শন ওই তরুণের পরিচয় কী?
advertisement
1/6

দিন কয়েক আগেই কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদানের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনা এখনও থিতিয়ে যায়নি। তবে তারই মাঝে এসে গেল আর এক সুখবর! আসলে সচিন-কন্যা সারার সম্পর্কের জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু ঘটনাটা ঠিক কী? (Photo: Instagram)
advertisement
2/6

সম্প্রতি সারা নিজের ব্যবসা শুরু করেছেন। এমনিতে বেড়াতে যাওয়ার প্রতিও ভালবাসা রয়েছে তাঁর। এরই মাঝে এক তরুণের সঙ্গে সারার ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, ছবিগুলি গোয়ায় তোলা। কিন্তু সারার সঙ্গে থাকা সুদর্শন ওই তরুণের পরিচয় কী? তা নিয়েই রীতিমতো জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Photo: Instagram)
advertisement
3/6
আসলে ওই তরুণকে একাধিক ছবিতেই তেন্ডুলকর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে। আর সেই ছবিগুলি দেখে এটা স্পষ্ট যে, মাস্টার ব্লাস্টারের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ গভীরই। আর সারার সঙ্গে ভালই বন্ধুত্ব রয়েছে। এখানেই শেষ নয়, ওই তরুণ আবার সচিন এবং তাঁর স্ত্রী অঞ্জলির ছবিও ভাগ করে নিয়েছেন। বিভিন্ন আইপিএল ম্যাচে সারার সঙ্গেই দেখা গিয়েছে ওই রহস্যময় তরুণকে। আর সারার সেই সমস্ত ছবি ছড়িয়ে পড়ায় এ নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে মানুষের মনে। (Photo: Instagram)
advertisement
4/6
সারা এবং সিদ্ধার্থ: সারার সঙ্গে যে তরুণকে দেখা যাচ্ছে, তাঁর নাম আসলে সিদ্ধার্থ কেরকার। তিনি একজন শিল্পী। ইনস্টাগ্রামে সিদ্ধার্থকে ফলো করেন সারা। আর তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। ৯০ হাজারেরও বেশি ফলোয়ার সিদ্ধার্থের। জানা গিয়েছে, গোয়ায় থাকেন তিনি। আর সিদ্ধার্থের প্রোফাইলে চোখ বোলালে দেখা যাবে যে, সারার সঙ্গে একাধিক ছবি রয়েছে তাঁর। এর মধ্যে একটি আবার আইপিএল-এর সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তোলা।
advertisement
5/6
সারার মা-বাবা অঞ্জলি এবং সচিনের সঙ্গেও গোয়ার ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ। এর পাশাপাশি, ওই তরুণের প্রোফাইল দেখলে বোঝা যাবে যে, গোয়ার একটি রেস্তোরাঁর মালিকও তিনি। নেটিজেনদের জল্পনা, এই সিদ্ধার্থ কেরকারই সারার প্রেমিক। তবে সে যা-ই হোক না কেন, সারার সঙ্গে যে তাঁর গভীর বন্ধুত্ব রয়েছে, সেটা স্পষ্ট। (Photo: Instagram)
advertisement
6/6
সারার নতুন ব্যবসা: সচিনের কন্যা হিসেবে এমনিতেই পরিচিত সারা। কিন্তু এবার নিজের কাজের মাধ্যমেই নিজের একটা পরিচয় তৈরি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সচিন-কন্যা। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৮৬ লক্ষ। এদিকে ভারতে অস্ট্রেলিয়ার পর্যটনের প্রচারের সুযোগ এবং দায়িত্ব পেয়েছেন সারা। আবার সম্প্রতি মুম্বইয়ে নিজের একটি পিলাটেস স্টুডিও চালু করেছেন তিনি। উদ্বোধনের পরেই এই স্টুডিওর প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং সচিনও। আর এই স্টুডিওর মাধ্যমেই সারা ফিটনেসের প্রতি নিজের আগ্রহকে ব্যবসায় রূপান্তরিত করতে চাইছেন। (Photo: Instagram)