Sachin Tendulkar Birthday: পরিবারের সঙ্গে কাটানো সচিনের ১০টি সেরা মুহূর্ত, যা আগে কখনও দেখেননি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar 50th Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন। দেখে নিন পরিবারের সঙ্গে কাটানো সচিনের অদেখা ছবি।
advertisement
1/10

সচিন তেন্ডুলকরের এটি একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। েযখানে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর, সচিনের দুই সন্তান সারা ও অর্জুন তেন্ডুলকরও রয়েছেন।
advertisement
2/10
কেরিয়ারের শুরুর দিনে পরিবারের সঙ্গে তরুণ সচিন তেন্ডুলকর। সাদা-কালো এই ছবিতে তাঁর বাবা রমেশ তেন্ডুলকর, মা রজনী তেন্ডুলকর এবং দুই ভাই অজিত এবং নিতিন তেন্ডুলকর রয়েছে।
advertisement
3/10
এই ছবিটিও অনেক বছর আগের। যেখানে সচিন তেন্ডুলকরের বাবা রমেশ তেন্ডুলকর ছেলের ব্যাট দেখছিলেন। পিছনে দাঁড়িয়ে রয়েছে তাঁর মা।
advertisement
4/10
মা রজনী তেন্ডুলকরের সঙ্গে সচিনের এই ছবিটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। মাদার্স ডে-তে সচিন এই ছবিটি শেয়ার করেছিলেন। যেখানে সচিনকে আশীর্বাদ করছিলেন তাঁর মা।
advertisement
5/10
এই ছবিটি এক বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানের সময় তুলেছেন সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর। এই ছবিটি খুবই পছন্দ করেছিলেন নেটিজেনরা।
advertisement
6/10
এই ছবিটি শিশু দিবসে শেয়ার করেছিলেন সচিন তেন্ডুলকর। যেখানে ক্ষুদে সারা ও অর্জুন তেন্ডুলকর রয়েছে। যেখানে ভাই-বোনকে খুবই কিউট দেখিয়েছে।
advertisement
7/10
এই ছবিটিও সচিনের অতীতের। যেখানে ছোট্ট ও মিষ্টি সারা তেন্ডুলকরকে কোলে নিয়ে বসে রয়েছেন সচিন। ক্যাপশনে লিখেছিলেন,'একটি ছবি যা আমাকে অনেকটা আনন্দ দেয়'।
advertisement
8/10
গত বছর কন্যা দিবস উপলক্ষে সারাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সচিন তেন্ডুলকর এই ছবিটি শেয়ার করেছিলেন। যেখানে বাড়ির বাগানে পোষ্যদের নিয়ে আড্ডা দিতে দেখা যায় বাবা-মেয়েকে।
advertisement
9/10
এই ছবিটি বাবার আবদার মেটানোর সময়কার ছবি। যেখানে অর্জুন তেন্ডুলকর সচিনকে ডিমের একটি রেসিপি তৈরি করে খাওয়াচ্ছেন। অনেকেই জানেন না অর্জুন ভালো রান্নাও করতে পারেন।
advertisement
10/10
বাবা ও ছেলের সমুদ্র সৈকতে কোয়ালিটি টাইম কাটানোর ছবি। এই সেলফিটি শেয়ার করেছিলেন সচিন তেন্ডুলকর। দুবাইতে আইপিএল চলাকালীন এই ছবি।