Sachin Tendulkar 50th Birthday: ছোট্ট সচিনের অদেখা ছবির অ্যালবাম, যা মন ভালো করে দেবে আপনারও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar 50th Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করে ফেললেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২৪ এপ্রিল শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে পালিত হচ্ছ মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন।
advertisement
1/8

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর। বর্তমানে তিনি কিংবদন্তী। তাঁর সারা বিশ্ব পালন করে তাঁর জন্মদিন। ক্রিকেট ঈশ্বর বলা হয় তাঁকে।
advertisement
2/8
পরিবারের শিল্পী সত্ত্বা ছিল সতিনের বাবা রমেশ তেন্ডুলকরও লেখক ছিলেন। সচিনের দাদারাও হাতেরকাজে পারদর্শী। বাবার কোলে ছোট্ট সচিনের এই ছবিটি খুবই মিষ্টি।
advertisement
3/8
ছোট বেলায় ব্যাট হাতে সচিন তেন্ডুলকরের এই ছবিটি খুবই জনপ্রিয়। ক্রিকেটের প্রতি প্রেম তখন থেকেই শুরু। দাদা ছোট্ট সচিনকে প্রথম নিয়েগিয়েছিলেন ক্রিকেট কোচিংয়ে।
advertisement
4/8
ছোট বেলায় খুবই দুষ্টু ছিলেন সচিন তেন্ডুলকর। নানা রকম মজার কাণ্ড ঘটাতেন। এই ছবিটিতে খেলার গাড়িতে বসে বই পড়তে দেখা যায় ছোট সচিনকে।
advertisement
5/8
এই ছবিটিও খুবই দুর্লভ। ক্রিকেট কেরিয়ারের একেবারে শুরুর দিকের ছবি এটি। যেখানে ট্রফি হাতে দেখা যায় সচিন তেন্ডুলকরকে।
advertisement
6/8
ছোট বেলায় সচিন তেন্ডুলকরের বন্ধু ছিলেন অতুল রানাডে। দুজনে একসঙ্গেই অনুশীলন করতেন। এই ছবিটি অনুশীলনের ফাঁকে তোলা।
advertisement
7/8
এই ছবিটি ১৪ বছর বয়সে সচিন তেন্ডুলকরের। তখন যথেষ্ট নাম-ডাক হয়ে গিয়েছে। ১৯৮৭ সালে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচে বল বয় ছিলেন সচিন।
advertisement
8/8
এরপর ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।