TRENDING:

Sachin Tendulkar Turns 50: পঞ্চাশে পা দিলেন ক্রিকেটের ঈশ্বর! সচিনের জন্মদিনে রইল তাঁর কিছু অদেখা পারিবারিক ছবি

Last Updated:
Sachin Tendulkar's 50th Birthday unseen Pictures: স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে সুখের সংসার। রয়েছে দুই সন্তান সারা এবং অর্জুনও। সচিনের পঞ্চাশতম জন্মদিনে দেখে নেওয়া যাক, তাঁর বেশ কিছু অদেখা পারিবারিক মুহূর্ত।
advertisement
1/11
পঞ্চাশে পা দিলেন ক্রিকেটের ঈশ্বর! সচিনের জন্মদিনে রইল তাঁর কিছু অদেখা ছবি
বাইশ গজের কেরিয়ারে তো অসংখ্য বার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবার জীবনের খাতায়ও হাফ সেঞ্চুরি হাঁকালেন লিটল মাস্টার। বোঝাই যাচ্ছে, আজ পঞ্চাশে পা দিলেন সচিন তেন্ডুলকর। দুই দশকেরও বেশি সময়ের কেরিয়ারে সাফল্য এসেছে তাঁর ঝুলিতে। তবে ব্যক্তিগত জীবনেও কিন্তু এই ক্রিকেট তারকা সফল। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে সুখের সংসার। রয়েছে দুই সন্তান সারা এবং অর্জুনও। সচিনের পঞ্চাশতম জন্মদিনে দেখে নেওয়া যাক, তাঁর বেশ কিছু অদেখা পারিবারিক মুহূর্ত।
advertisement
2/11
একটা পারফেক্ট ফ্যামিলি ফ্রেম দিয়েই শুরু করা যাক। স্ত্রী অঞ্জলি এবং পুত্র-কন্যা অর্জুন-সারার সঙ্গে সহাস্য সচিন। এই ছবির নিচে অন্যান্য ভাই-বোনেদের মতোই অর্জুন-সারার খুনসুটিতে ভরা সম্পর্ক নজর কেড়েছে। (Image: Instagram)
advertisement
3/11
নিজের বাড়িতে গুড়ি পড়ওয়া উদযাপনের ছবি শেয়ার করেছেন ক্রিকেট তারকা। গোল্ডেন কুর্তা আর সাদা পাজামায় সচিন। জমকালো কাজের ম্যাজেন্টা-নীল সালোয়ার স্যুটে নজর কেড়েছেন অঞ্জলিও। দু’জনের মুখেই যেন উৎসবের আলো! (Image: Instagram)
advertisement
4/11
সাদা-কালো এই ছবিটি সচিনের জীবনের অনন্য সম্পদ হয়ে উঠেছে। কারণ এই ছবিতে কিশোর সচিনের সঙ্গে রয়েছেন তাঁর মা-বাবা। ছেলের ব্যাট পরীক্ষা করতে ব্যস্ত বাবা রমেশ তেন্ডুলকর। (Image: Instagram)
advertisement
5/11
বাবা-মেয়ের বন্ডিংয়ের কথা তো সর্বজনবিদিত। সচিন-সারাও এর ব্যতিক্রম নন। গত বছর কন্যা দিবসে মেয়ের জন্য এই ছবিটি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন লিটল মাস্টার।
advertisement
6/11
মুম্বই ইন্ডিয়ানসের উঠতি তারকা ক্রিকেটার অর্জুন তেন্ডুলকরের আরও একটা গুণ রয়েছে, যেটা হয়তো অনেকেই জানেন না। বিশ্বসেরা স্ক্র্যাম্বলড এগ বানাতে তাঁর জুড়ি মেলা ভার! এই কথা কবুল করে নিয়েছেন খোদ সচিনই! (Image: Instagram)
advertisement
7/11
পুরনো অ্যালবাম থেকে আরও একটা ছবি। বলা যেতে পারে, সচিনের টাইমলাইনের সবথেকে মিষ্টি ছবি এটাই। শিশু দিবসের শুভেচ্ছা বার্তা দিয়ে এই আদুরে ছবিটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, সচিনের কোলে ছোট্ট সারা আর অর্জুন। (Image: Instagram)
advertisement
8/11
মা-ছেলের পবিত্র সুন্দর বন্ধন বোধহয় একেই বলে। মা রজনী তেন্ডুলকরের আশীর্বাদ নিচ্ছেন সচিন। মাতৃ দিবস উপলক্ষে এই ছবিটি পোস্ট করেছেন তিনি।
advertisement
9/11
কন্যাই তাঁর সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি! এমনটাই মনে করেন এই ক্রিকেট তারকা। সদাহাস্য সচিনের কোলে তাঁর জীবনের রাজকুমারী সারা।
advertisement
10/11
আবু ধাবিতে অবসরযাপন কালে সমুদ্র সৈকতে পুত্র অর্জুনের সঙ্গে ফুরফুরে ও খোশমেজাজে সচিন। মিষ্টি এই সেলফিই যেন বাবা-ছেলের দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা বলে! (Image: Instagram)
advertisement
11/11
সাদা-কালোয় সচিনের জীবনের এক অমূল্য মহার্ঘ্য মুহূর্ত! এই ছবিতে মা-বাবা এবং দুই দাদা অজিত ও নীতিন তেন্ডুলকরের সঙ্গে পারিবারিক ছবিতে ফ্রেমবন্দি ক্রিকেটের ঈশ্বর!
বাংলা খবর/ছবি/খেলা/
Sachin Tendulkar Turns 50: পঞ্চাশে পা দিলেন ক্রিকেটের ঈশ্বর! সচিনের জন্মদিনে রইল তাঁর কিছু অদেখা পারিবারিক ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল