TRENDING:

কথায় কথায় চড় মারেন! এমন কড়া কোচের কাছে এবার সচিন-পুত্র অর্জুনের ট্রেনিং শুরু

Last Updated:
Arjun Tendulkar: কথায় কথায় থাপ্পড় বসিয়ে দেন গালে! এমন কড়া কোচের কাছে এবার অর্জুন।
advertisement
1/6
কথায় কথায় চড় মারেন! এমন কড়া কোচের কাছে এবার সচিন-পুত্র অর্জুনের ট্রেনিং শুরু
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকার চণ্ডীগড়ে রয়েছেন। ২৩ বছর বয়সী অর্জুন ২৭ তম অল ইন্ডিয়া জেপি অত্রি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং তাঁকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং ৮০-র দশকে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন।
advertisement
2/6
গোয়ার হয়ে এই টুর্নামেন্টে খেলতে চণ্ডীগড়ে পৌঁছেছিলেন অর্জুন তেন্ডুলকার। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের সঙ্গে অর্জুনের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রায় এক সপ্তাহ ধরে অর্জুনকে প্রশিক্ষণ দিচ্ছেন যোগরাজ সিং।
advertisement
3/6
পাঞ্জাবি ছবিতে দুর্দান্ত অভিনয় করার পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং কোচ হিসাবেও জনপ্রিয়। ৮০-র দশকে তিনি ভারতীয় দলে খেলার সুযোগ পান। ১৯৮১ সালে নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে একমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। ওই ম্যাচে মাত্র একটি উইকেট নেন ডানহাতি এই ফাস্ট বোলার। ভারতের প্রাক্তন কোচ জন রাইটকে বোল্ড করেছিলেন তিনি।
advertisement
4/6
যোগরাজ সিং ভারতের হয়ে মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন। তাঁর নামে রয়েছে ৪টি উইকেট। ১৯৭৬-৭৭ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এই বোলারের ঘরোয়া ক্রিকেট কেরিয়ার খুব বেশিদিন স্থায়ী। যোগরাজ সিং ৮ বছরে ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ১৩টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছিলেন। প্রথম শ্রেণিতে তাঁর ৬৬টি এবং লিস্ট এ-তে ১৪টি উইকেট রয়েছে।
advertisement
5/6
মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেট মাঠ থেকে দূরে সরে যান যোগরাজ সিং। এরপর পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ডজন খানেক পাঞ্জাবি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
advertisement
6/6
যুবরাজ সিংকে বিশ্বসেরা অলরাউন্জার হিসেবে গড়ে তুলতে তাঁর বাবার পরিশ্রম ও ভূমিকা ছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
কথায় কথায় চড় মারেন! এমন কড়া কোচের কাছে এবার সচিন-পুত্র অর্জুনের ট্রেনিং শুরু
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল