Maria Sharapova Pregnant: প্রেগন্যান্ট তিনি, জন্মদিনে সুখবর দিলেন রুশ টেনিস সুন্দরী শারাপোভা, চিনে নিন হবু সন্তানের বাবাকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজের ৩৫ তম জন্মদিনে সুখবর দিলেন রুশ টেনিস সুন্দরী৷
advertisement
1/7

প্রাক্তন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা জানিয়ে দিলেন তিনি প্রেগন্যান্ট (Maria Sharapova Pregnant)৷ নিজের ৩৫ তম জন্মদিনে সুখবর দিলেন রুশ টেনিস সুন্দরী৷ তাঁর হবু সন্তানের বাবা-র নাম অ্যালেকজেন্ডার গিলকেস৷ (Photo Courtesy- Twitter)
advertisement
2/7
বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস প্লেয়ার এবং গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভার বিপুল সম্পত্তি৷ তিনি ২৮৫ মিলিয়ন ডলার অর্থাৎ ২১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ (Photo Courtesy- Twitter)
advertisement
3/7
সুন্দরী শারাপোভার খেলার সময় থেকেই ফ্যান ফলোয়ার প্রচুর৷ তাঁর টেনিসের পাশাপাশি রূপেও মজে সকলেই৷ (Photo Courtesy- Twitter)
advertisement
4/7
তাই রুশ সুন্দরী নিজের প্রেগন্যান্সি ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই পোস্ট৷ (Photo Courtesy- Twitter)
advertisement
5/7
মারিয়া শারাপোভা ব্রিটিশ ব্যবসায়ী আলেকজেন্ডার গিলকেস৷ গিলকেসের সঙ্গে আবার ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সঙ্গে খুবই যুক্ত৷ গিলকেসের প্রাক্তন স্ত্রী মেগান মার্কেলের বন্ধু৷ প্রিন্স উইলিয়ামেরও বন্ধু তিনি৷ এদিকে প্রিন্স হ্যারির সঙ্গে একই স্কুলে পড়তেন মারিয়া শারাপোভার হবু সন্তানের বাবা৷ (Photo Courtesy- Twitter)
advertisement
6/7
মারিয়া শারাপোভার গাড়ির তালিকায় রয়েছে ব্লু-গ্রে পরশে প্যানামেরা এর আগে তিনি মালকিন ছিলেন পরশে মাকান৷ সেটা ছিল সাদা রঙের৷ এছাড়াও তাঁর আছে রেঞ্জ রোভার৷ (Photo Courtesy- Twitter)
advertisement
7/7
মারিয়া শারাপোভার গাড়ির পাশাপাশি দুটি বাড়িও আছে৷ আমেরিকায় এই বাড়িগুলি৷ ম্যানহ্যাটন বিচে মহাসাগরের ভিউ দেখা যায় তাঁর বাংলো থেকে৷ ক্যালিফোর্নিয়ার এই বাড়ি ছাড়া ফ্লোরিডার লংবোট কি-তে মেডিটেরনিয়ান স্টাইলের বাড়ি আছে৷ দুটি প্রপার্টির দাম যথাক্রমে ৪.১ মিলিয়ন ডলার এবং ১.২ মিলিয়ন ডলার৷ (Photo Courtesy- Twitter)