Round of 16: জাপান, স্পেন কার বিরুদ্ধে খেলবে শেষ ষোলর ম্যাচ, কবে কখন দেখতে পাবেন, রইল আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
শেষ ষোলয় নেই হেভিওয়েট বেলজিয়াম, জার্মানি, নতুন শক্তিরা লড়বে কোয়ার্টারের টিকিটের জন্য...
advertisement
1/10

#কলকাতা: ফিফা ক্রমতালিকার শক্তিধর দেশেদের তালিকায় ২ নম্বরে থেকে কাতারে বিশ্বকাপ খেলতে এসেছিল বেলজিয়াম৷ কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গোল শূন্য ড্র করে তারা বিদায় নিল প্রথম পর্ব থেকেই৷ Photo- AP
advertisement
2/10
এদিকে মরক্কো ফিফা ক্রমতালিকার ২২ নম্বর দেশ হয়েও দারুণ ফুটবল খেলে এফ গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল৷
advertisement
3/10
এদিন মরক্কো কানাডাকে ২-১ গোলে হারিয়ে দুটি ম্যাচে জিতে যায়৷ ফলে গ্রুপ শীর্ষে থেকে তারা পরের রাউন্ডে গেল৷
advertisement
4/10
এদিকে ক্রোয়েশিয়া তিনটি ম্যাচের ২টি ড্র ও একটি জয়ের ফলে দু নম্বরে থেকে গ্রুপ এফ থেকে শেষ ষোলয় গেল৷Photo- AP
advertisement
5/10
এদিকে স্প্যানিশ আর্মাডা ডুবিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান৷ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার ফল ২-১ ৷ তাই তারা গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে গেল৷ হারলেও স্পেন গোল পার্থক্যে জার্মানির থেকে এগিয়ে থেকে নক আউটের টিকিট জোগাড় করল৷ Photo- AP
advertisement
6/10
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির৷ গ্রুপ ই -র শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৪- ২ গোলে জিতলেও শেষরক্ষা করতে পারল না৷ গ্রুপ ই তে- একটি জয়, একটি ড্র একটি হারের ফলে বাই বাই কাতার হল তাদের৷ Photo- AP
advertisement
7/10
এদিনের ই গ্রুপ ও এফ গ্রুপের অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ায় শেষ ষোলয় এই দুই গ্রুপের পরিস্থিতিও জানা গেল৷ ই গ্রুপের চ্যাম্পিয়ন জাপান খেলবে এফ গ্রুপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷ Photo- AP
advertisement
8/10
এই ম্যাচ খেলা হবে সোমবার ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটায়৷
advertisement
9/10
অন্যদিকে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে ওঠা স্পেনের প্রতিপক্ষ গ্রুপ এফের এক নম্বর দল মরক্কো৷
advertisement
10/10
তাদের ম্যাচ ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটায়৷