TRENDING:

Round of 16: জাপান, স্পেন কার বিরুদ্ধে খেলবে শেষ ষোলর ম্যাচ, কবে কখন দেখতে পাবেন, রইল আপডেট

Last Updated:
শেষ ষোলয় নেই হেভিওয়েট বেলজিয়াম, জার্মানি, নতুন শক্তিরা লড়বে কোয়ার্টারের টিকিটের জন্য...
advertisement
1/10
জাপান, স্পেন কার বিরুদ্ধে খেলবে শেষ ষোলর ম্যাচ, কবে কখন দেখতে পাবেন, রইল আপডেট
#কলকাতা: ফিফা ক্রমতালিকার শক্তিধর দেশেদের তালিকায় ২ নম্বরে থেকে কাতারে বিশ্বকাপ খেলতে এসেছিল বেলজিয়াম৷  কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গোল শূন্য ড্র করে তারা বিদায় নিল প্রথম পর্ব থেকেই৷ Photo- AP 
advertisement
2/10
এদিকে মরক্কো ফিফা ক্রমতালিকার ২২ নম্বর দেশ হয়েও দারুণ ফুটবল খেলে এফ গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল৷
advertisement
3/10
এদিন মরক্কো কানাডাকে ২-১ গোলে হারিয়ে দুটি ম্যাচে জিতে যায়৷ ফলে গ্রুপ শীর্ষে থেকে তারা পরের রাউন্ডে গেল৷
advertisement
4/10
এদিকে ক্রোয়েশিয়া তিনটি ম্যাচের ২টি ড্র ও একটি জয়ের ফলে দু নম্বরে থেকে গ্রুপ এফ থেকে শেষ ষোলয় গেল৷Photo- AP
advertisement
5/10
এদিকে স্প্যানিশ আর্মাডা ডুবিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান৷ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার ফল ২-১ ৷ তাই তারা গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে গেল৷ হারলেও স্পেন গোল পার্থক্যে জার্মানির থেকে এগিয়ে থেকে নক আউটের টিকিট জোগাড় করল৷  Photo- AP
advertisement
6/10
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির৷ গ্রুপ ই -র শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৪- ২ গোলে জিতলেও শেষরক্ষা করতে পারল না৷ গ্রুপ ই তে- একটি জয়, একটি ড্র একটি হারের ফলে বাই বাই কাতার হল তাদের৷ Photo- AP
advertisement
7/10
এদিনের ই গ্রুপ ও এফ গ্রুপের অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ায় শেষ ষোলয় এই দুই গ্রুপের পরিস্থিতিও জানা গেল৷ ই গ্রুপের চ্যাম্পিয়ন জাপান খেলবে এফ গ্রুপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷ Photo- AP
advertisement
8/10
এই ম্যাচ খেলা হবে সোমবার ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটায়৷
advertisement
9/10
অন্যদিকে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে ওঠা স্পেনের প্রতিপক্ষ গ্রুপ এফের এক নম্বর দল মরক্কো৷
advertisement
10/10
তাদের ম্যাচ ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে আটটায়৷
বাংলা খবর/ছবি/খেলা/
Round of 16: জাপান, স্পেন কার বিরুদ্ধে খেলবে শেষ ষোলর ম্যাচ, কবে কখন দেখতে পাবেন, রইল আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল