‘‘রোনাল্ডোর থেকে ‘মূল্যবান’ উপহার পেতাম, তাই ওর সঙ্গে রাত কাটাতে রাজী হয়েছিলাম’’
Last Updated:
ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী মডেল বলেছেন, ‘‘গতবছরের শেষের দিকে মরক্কো-তে আমার রোনাল্ডোর সঙ্গে পরিচয় হয়েছিল। তারপরে আমরা প্রায়ই ফোনে কথা বলতাম।’’ ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী মডেল বলেছেন, ‘‘গতবছরের শেষের দিকে মরক্কো-তে আমার রোনাল্ডোর সঙ্গে পরিচয় হয়েছিল। তারপরে আমরা প্রায়ই ফোনে কথা বলতাম।’’
advertisement
1/5

মরোক্কোর মডেল আমেল সাবের খোলাখুলিই জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে তাঁর নিশিযাপনের কাহিনি।
advertisement
2/5
ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী মডেল বলেছেন, ‘‘গতবছরের শেষের দিকে মরক্কো-তে আমার রোনাল্ডোর সঙ্গে পরিচয় হয়েছিল। তারপরে আমরা প্রায়ই ফোনে কথা বলতাম।’’
advertisement
3/5
আমেল জানিয়েছেন চলতি বছরের জানুয়ারিতে সি আর সেভেন তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেই রাতের বর্ণনা দিতে গিয়ে আমেল বলেন, ‘‘রোনাল্ডোর ঘরে ঢুকে আমি চমকে গিয়েছিলাম। ততদিনে রোনাল্ডো আর ইরিনা-র বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু তখনও রোনাল্ডোর ঘরের দেওয়ালে ইরিনার বিরাট একটা ছবি টাঙানো ছিল।’’
advertisement
4/5
তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল বলে জানান আমেল । তিনি বলেন, ‘‘রোনাল্ডোর কাছ থেকে প্রায় মূল্যবান উপহার পেতাম বলে ওর সঙ্গে শারীরিক সম্পর্কে আপত্তি করিনি।’’
advertisement
5/5
এর আগে অনেকেই আমেল-কে রোনাল্ডো-ইরিনার বিচ্ছেদের জন্য দায়ী করেছেন। সেই অভিযোগ উড়িয়ে আমেল বলেছেন, ‘‘আমি কখনই কারও সম্পর্ক ভাঙার কারণ নই। ইরিনার সঙ্গে বিচ্ছেদের পরেই রোনাল্ডোর সঙ্গে আমি রাত কাটাতে রাজি হয়েছিলাম।’’