TRENDING:

Ronaldinho: শহরে রোনাল্ডিনহোর ফুটবল ক্যাম্প, বিশ্বমানের সুযোগ-সুবিধায় গড়ে উঠবে ফুটবলাররা

Last Updated:
Ronaldinho inaugurates his franchise R10 Football Coaching Center with world class facilities at Rajarhat Kolkata: সোমবার সকাল থেকে শুরু করেন নিজের কর্মসূচি। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি অ্যাকাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন ফুটবল অ্যাকাডেমি।
advertisement
1/5
শহরে রোনাল্ডিনহোর ফুটবল ক্যাম্প, বিশ্বমানের সুযোগ-সুবিধায় গড়ে উঠবে ফুটবলাররা
দুর্গা পুজোর মরশুমে শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো। রবিবার রাতে কলকাতায় পা রাখেন কিংবদন্তী ফুটবলার। সোমবার সকাল থেকে শুরু করেন নিজের কর্মসূচি। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি অ্যাকাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন ফুটবল অ্যাকাডেমি।
advertisement
2/5
মার্লিন গ্রুপের লক্ষ্য এই কিংবদন্তির সঙ্গে যুক্ত হয়ে আর টেন অ্যাকাডেমির মাধ্যমে বাংলায় ফুটবল প্রতিভাকে খুঁজে আনা সেখান থেকে বিশ্বমানের ফুটবলার তৈরি করা। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা, ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংঘভি সহ অন্যান্যরা।
advertisement
3/5
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রোনাল্ডিনহো এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা মার্লিন গ্রু্পের পক্ষ থেকে জঙ্গলমহল ও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ১৪ বছরের কম বয়সী ১০ জন মহিলা ফুটবলারকে এক বছরের জন্য স্কলারশিপ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
advertisement
4/5
মার্লিন গ্রুপের এই আর টেন একাডেমির ফুটবল মাঠে রয়েছে অত্যাধুনিক অ্যাস্ট্রোটার্ফ, উন্নত ড্রেসিং রুম এবং জাতীয়ভাবে প্রশিক্ষিত কোচ সহ বিশ্ব-স্তরের ফুটবল প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক পরিকাঠামো। যেখানে আর টেন অ্যাকাডেমির কোচদের দ্বারা বিশ্বমানের প্রশিক্ষণের পাশাপাশি ৫- এ সাইড এবং ৯- এ সাইডের ২টি ম্যাচ এক সময়ে খেলা যায়। স্পোর্টস সিটির এই মাঠে খারাপ আবহাওয়ার সময় অনুশীলন করার জন্য রয়েছে উন্নত ইনডোর মাঠ।
advertisement
5/5
প্রসঙ্গত, এছড়া সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান রোনাল্ডিনহো। রোনাল্ডিনহো পৌছতেই তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাজিল তারকাও মুখ্যমন্ত্রীকে উপহার দেন জার্সি। মুখ্যমন্ত্রীর বাড়িতে মিনিট দশেক ছিলেন রোনাল্ডিনহো। দুজনের মধ্যে বশ কিছু বিষয়ে সৌজন্যমূলক আলোচনা হয়।
বাংলা খবর/ছবি/খেলা/
Ronaldinho: শহরে রোনাল্ডিনহোর ফুটবল ক্যাম্প, বিশ্বমানের সুযোগ-সুবিধায় গড়ে উঠবে ফুটবলাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল