TRENDING:

রোহিত শর্মার স্ত্রী ঋতিকা কিনলেন ২৬.৩ কোটি টাকার অ্যাপার্টমেন্ট ! দরজা খুললেই আরব সাগর, বাড়ি তো নয়, ঠিক যেন রাজপ্রাসাদ

Last Updated:
Ritika Sajdeh New Apartment Price: জানা গিয়েছে যে ঋতিকা সম্প্রতি মুম্বইতে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই নতুন বাড়িটি প্রভাদেবীর আহুজা টাওয়ার্সে অবস্থিত। এই নতুন বাড়ির দাম প্রায় ২৬.৩ কোটি বলে জানা গিয়েছে।
advertisement
1/5
রোহিত শর্মার স্ত্রী ঋতিকা কিনলেন ২৬.৩ কোটি টাকার অ্যাপার্টমেন্ট ! ঠিক যেন রাজপ্রাসাদ
সুন্দরী তো তিনি বটেই! তার উপরে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি রোহিত শর্মার স্ত্রী। আজকাল সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি, সবারই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও থাকে, ফলে ঋতিকা সজদেহর নামও মাঝে মাঝেই উঠে আসে খবরের শিরোনামে। তবে এখন তিনি তাঁর নতুন বাড়ির জন্য খবরে নতুন করে জায়গা দখল করে নিয়েছেন।
advertisement
2/5
জানা গিয়েছে যে ঋতিকা সম্প্রতি মুম্বইতে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই নতুন বাড়িটি প্রভাদেবীর আহুজা টাওয়ার্সে অবস্থিত। এই নতুন বাড়ির দাম প্রায় ২৬.৩ কোটি টাকা বলে জানা গিয়েছে। ঋতিকা গত বছরের ডিসেম্বরে প্রায় ১৩.১ কোটি (১৩১ মিলিয়ন টাকা) স্ট্যাম্প শুল্ক দিয়ে এই নতুন অ্যাপার্টমেন্টের কনট্র্যাক্টের কাগজপত্রের কাজ সম্পন্ন করেছিলেন। নামেই যা অ্যাপার্টমেন্ট, আদতে রাজপ্রাসাদ বললেও ভুল হয় না! ঋতিকার নতুন বাড়ি কেন এত ব্যয়বহুল, কী তার অভিনবত্ব, সেগুলো এবার এক এক করে জেনে নেওয়া যাক!
advertisement
3/5
ঋতিকার নতুন অ্যাপার্টমেন্টে কী কী সুযোগ-সুবিধা রয়েছে? রিতিকার নতুন বাড়িটি একটি হাইরাইজে অবস্থিত। তাঁর নতুন বাড়িতে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। ঋতিকার নতুন বাড়ির কার্পেট এরিয়া ২,৭৬০ বর্গফুট, বলতেই হচ্ছে যা বেশ বড়! ঋতিকা যে টাওয়ারে তাঁর নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন, সেটি ওরলি, লোয়ার প্যারেল এবং বিকেসির খুব কাছে অবস্থিত। তাছাড়া, সি লিঙ্কও তাঁর বাড়ি থেকে খুব কাছে পড়ে। এই গুরুত্বপূর্ণ এবং সাগরঘেঁষা সুন্দর লোকেশনের কারণেই ঋতিকার নতুন বাড়ির এত দাম!
advertisement
4/5
তবে, শুধু স্ত্রী নন, রোহিত শর্মাও ইতিমধ্যে এই একই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাঁর অ্যাপার্টমেন্টটিও বেশ বিলাসবহুল, ২৯ তলায় অবস্থিত। এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ২৭০ ডিগ্রি ভিউ। দরজা খুললেই আরব সাগরের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
advertisement
5/5
ঋতিকা সজদেহ কী করেন? নিন্দুকরা বলবেন স্ত্রীর নামে দুটো অ্যাপার্টমেন্টই কিনেছেন রোহিত শর্মা! কিন্তু ঋতিকার যে নিজস্ব উপার্জন নেই, এমনটা মনে করা ভুল হবে। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা এক কর্মজীবী ​​মহিলা, ইংরেজিতে বললে ওয়ার্কিং উওম্যান। ঋতিকা দীর্ঘদিন ধরে স্পোর্টস ম্যানেজমেন্টের জগতে কাজ করেছেন। এছাড়াও তিনি কর্নারস্টোন নামে একটি পিআর এজেন্সি চালান, যা বেশ কয়েকজন বলিউড এবং দক্ষিণ ভারতীয় তারকার প্রোফাইল পরিচালনা করে। তাঁর ক্লায়েন্ট তালিকায় সারা আলি খান, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, বিজয় দেবেরকোন্ডার মতো ডাকসাইটে নায়ক, নায়িকাদের নাম রয়েছে। এই কারণেই ঋতিকার বার্ষিক আয় কোটি কোটি টাকা, তার থেকে সামান্য খরচ করে একটা অ্যাপার্টমেন্ট, তা সে যতই ব্যয়বহুল হোক, তাঁর পক্ষে কিনে ফেলা কোনও ব্যাপার নয়!
বাংলা খবর/ছবি/খেলা/
রোহিত শর্মার স্ত্রী ঋতিকা কিনলেন ২৬.৩ কোটি টাকার অ্যাপার্টমেন্ট ! দরজা খুললেই আরব সাগর, বাড়ি তো নয়, ঠিক যেন রাজপ্রাসাদ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল