IPL 2025: আবার পরাজয়! ৮টা ম্যাচের ৬টাতেই হেরে কীভাবে এখনও প্লেঅফে জায়গা করে নিতে পারে চেন্নাই সুপার কিংস? রইল তার ব্যাখ্যা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How CSK Can Qualify For IPL 2025 Playoffs: রবিবারের এই জয়ের ফলে মুম্বই তাদের জয়ের ধারা বজায় রেখেছে এবং এখনও পর্যন্ত খেলা ৮টি ম্যাচের মোট চারটিতে জিতেছে। ফলে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল এখন আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে, অন্য দিকে, সিএসকে লিগ টেবলে সবচেয়ে শেষে রয়েছে।
advertisement
1/7

খেলায় হার-জিত থাকবেই। সেটাই নিয়ম। এই নিয়মের সঙ্গেই আসে আরও এক নিয়ম- যে হারবে, তাকে অন্যকে জায়গা ছেড়ে দিতে হবে। অথচ, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। (Picture Credit: Sportzpics)
advertisement
2/7
রবিবার, ২০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ৩৮তম লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়লাভ করে। রোহিত শর্মার প্রথম হাফ সেঞ্চুরিতে ভর করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ১৫.৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৭ রানের লক্ষ্য তুলতে ব্যস্ত থাকে। রোহিত ৪৫ বলে ৭৬ রান করে নট-আউটই থাকেন এবং ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ৩০ বলে ৬৮ রান করেন। (Picture Credit: Sportzpics)
advertisement
3/7
রবিবারের এই জয়ের ফলে মুম্বই তাদের জয়ের ধারা বজায় রেখেছে এবং এখনও পর্যন্ত খেলা ৮টি ম্যাচে মোট চারটিতে জিতেছে। ফলে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল এখন আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে, অন্য দিকে, সিএসকে লিগ টেবলে সবচেয়ে শেষে রয়েছে। (BCCI Photo)
advertisement
4/7
ইতিপূর্বের পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করতে পেরেছে। চলতি মরশুমের ষষ্ঠ পরাজয়ের ফলে এমএস ধোনির নেতৃত্বাধীন দলের প্লে-অফে খেলার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে। (Picture Credit: Sportzpics)
advertisement
5/7
তবে, সিএসকে-র হাতে এখনও ছয়টি ম্যাচ খেলা বাকি আছে। সবকটায় জিতলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেতে পারে। কিন্তু যেহেতু পাঁচটি দল ইতিমধ্যেই ১০ পয়েন্ট তুলে নিয়েছে এবং তাদের কমপক্ষে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে, তাই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের জন্য সিএসকে-র জন্য ১৬ পয়েন্ট যথেষ্ট নাও হতে পারে। তবে বাকি ছয়টি ম্যাচের ছয়টিতেই জিতলে প্রতিযোগিতা বহাল থাকবে এবং যদি অন্যান্য ফলাফলও তাদের পক্ষে যায়, তাহলে মেন ইন ইয়েলো প্রথম চারে পৌঁছে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারে। সিএসকে-র আসন্ন ম্যাচগুলো কী তাও দেখে নেওয়া যাক এক ঝলকে। (Photo: BCCI)
advertisement
6/7
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এর তাদের নবম লিগ ম্যাচে শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ তারিখে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে এবং তারপরে বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ তারিখে একই ভেন্যুতে পরবর্তী ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।
advertisement
7/7
সিএসকে-র ১১তম লিগ ম্যাচটি শনিবার ৩ মে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে এমএস ধোনির দল। আইপিএল ২০২৫ লিগের তাদের শেষ দুটি ম্যাচে, সিএসকে ১২ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অন্য দিকে, ১৮ মে ২০২৫ তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। (Photo: BCCI)