TRENDING:

রোহিত শর্মা আইপিএলে কোন দলে এবার? দাম উঠতে পারে ৫০ কোটি টাকা! এল বড় জবাব

Last Updated:
Rohit Sharma in LSG- এলএসজি কি সত্যিই রোহিতকে পেতে ঝাঁপাবে? দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বললেন, রোহিতকে নিলামে পাওয়া যাবে, এটা কে বলল জানি না। এটাও জানি না, এবার ও মুম্বই ছাড়বে কি না! তবে এমন বড় তারকাকে যে কোনো দল পেতে চায়।
advertisement
1/6
রোহিত শর্মা আইপিএলে কোন দলে এবার? দাম উঠতে পারে ৫০ কোটি টাকা! এল বড় জবাব
রোহিত শর্মা ২০২৫ আইপিএলে কোন দলের হয়ে খেলবেন? তিনি কি আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না? এই দুটি প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে।
advertisement
2/6
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কেটেছে ভারতের আইসিসি ট্রফি জয়ের খরা। ১৩ বছর পর ভারতের ঘরে এসেছে আইসিসি ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয় করে টিম ইন্ডিয়া। তার আগে আইপিএলেও দুরন্ত পারফর্ম করেছেন হিটম্যান।
advertisement
3/6
ভারতীয় ক্রিকেট সার্কিটেকান পাতলে শোনা যাচ্ছে, রোহিত শর্মাকে দলে পেতে এবার ঝাঁপাতে পারে লখনউ সুপার জায়ান্টস। আর তারা নাকি রোহিতের জন্য ৫০ কোটি টাকা খরত করতেও রাজি!
advertisement
4/6
কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কা ইস্যুতে এমনিতেই সরগরম হয়েছিল গতবারের আইপিএল। জল্পনা, এলএসজি তাদের তিনটি সিজন-এর ক্যাপ্টেন কেএল রাহুলকে আর দলে রাখবে না। তাঁর বদলে অন্য কোনও বড় তারকাকে ক্যাপ্টেন হিসেবে চাইছেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
advertisement
5/6
এলএসজি কি সত্যিই রোহিতকে পেতে ঝাঁপাবে? দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বললেন, রোহিতকে নিলামে পাওয়া যাবে, এটা কে বলল জানি না। এটাও জানি না, এবার ও মুম্বই ছাড়বে কি না! তবে এমন বড় তারকাকে যে কোনো দল পেতে চায়।
advertisement
6/6
রোহিতের জন্য কি সত্যিই ৫০ কোটি টাকা খরচ করবে এলএসজি! সঞ্জীব গোয়েঙ্কা বললেন, একজন ক্রিকেটারের জন্য এত টাকা খরচ করলে বাকি দল সাজানোর ব্যাপারটা কীভাবে ম্যানেজ করব!
বাংলা খবর/ছবি/খেলা/
রোহিত শর্মা আইপিএলে কোন দলে এবার? দাম উঠতে পারে ৫০ কোটি টাকা! এল বড় জবাব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল