'হর হর মহাদেব' থেকে 'পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়া চাই', 'যুদ্ধের' মেজাজে ভারতীয় ক্রিকেটাররা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Pakistan War Situation: ভারত-পাকিস্তান পরিস্থিতিতে মুখ খুলেছে একের পর এক এক ভারতীয় ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার।
advertisement
1/9

পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদূর লঞ্চ করেছে ভারতীয় সেনা। পাকিস্তানে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। তারপর থেকেই সীমান্তে বেড়েছে উত্তেজনা। চলছে পাকিস্তানের জবাব , ভারতের পাল্টা জবাবের পালা।
advertisement
2/9
বৃহস্পতিবার রাতে জম্মু, জয়সলমের, পাঠানকোটে হামলার চেষ্টা করে। যা সফলভাবে প্রতিরোধ করে ভারত। এরপর ফের পাল্টা প্রত্যাঘাতের পথে হাঁটে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, করাচি সহ একাধিক শহরে আঘাত হেনেছে ভারত।
advertisement
3/9
এমন পরিস্থিতিতে মুখ খুলেছে একের পর এক এক ভারতীয় ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার। ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথাও বলেছেন অনেকে।
advertisement
4/9
রোহিত শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের সেনাবাহিনীকে স্যালুট। তাদের সাহসী মনোভাবের জন্য কুর্নিশ। বিপদের সময়ে তাঁরাই ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আসুন আমরা শান্ত থেকে সমস্ত সুরক্ষা পরামর্শ অনুসরণ করে তাদের সমর্থন করি।’
advertisement
5/9
বিরাট কোহলি ইনস্টাতে লেখেন,‘এই কঠিন সময়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কুর্নিশ জানাচ্ছি। আমাদের মহান জাতির জন্য তাদের অদম্য সাহসিকতা এবং তাদের পরিবারের আত্মত্যাগের জন্য আমরা আমাদের বীরদের কাছে চিরকাল ঋণী থাকব ’।
advertisement
6/9
ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপোনার বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন ভারতীয় সেনাদের সামনে ভয়ে কাঁপছে পাকিস্তান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, পাকিস্তানের কাছে শান্ত থাকার সুযোগ ছিল। কিন্তু ওরাই যুদ্ধ ডেকে এনেছে। জঙ্গিদের রক্ষা করতে চাইছিল। আমাদের সেনাও যোগ্য জবাব দিচ্ছে। ভারত এমন জবাব দিক যা পাকিস্তান কখনও ভুলবে না।’
advertisement
7/9
প্রাক্তন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং লেখেন, ‘জয় ভারত। জয় জওয়ান। হর হর মহাদেব।’ ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, ‘দুষ্টু পাকিস্তানকে শিক্ষা দিক ভারত।’
advertisement
8/9
প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান ‘এক্স’-এ লিখেছেন, ‘আমাদের সাহসী সেনাদের সালাম। সীমান্তে তাঁদের দৃঢ়চেতা মনোভাবকে কুর্নিশ। তাঁরা পাকিস্তানের ড্রোন হামলা প্রতিরোধ করেছেন। জয় হিন্দ।’
advertisement
9/9
প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা লেখেন, ‘ভারত এমনই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। গোটা বিশ্ব এটা বুঝতে পারছে। আমরা সেনাবাহিনীর পাশে আছি। তারাই আমাদের রক্ষা করে।’