Rohit Sharma : রাজা রাজাই থাকে, রোহিত শর্মা আবার বিশ্বসেরা! হিটম্যান ৩৮ বছর বয়সে যা করলেন, সারা দুনিয়া দেখে অবাক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma- আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমান গিল শীর্ষ স্থান দখল করেছিলেন।
advertisement
1/6

রাজা রাজাই থাকে! ৩৮ বছর বয়সে এসে আবার বিশ্বের সেরা একদিনের ব্যাটার রোহিত শর্মা। এমন রেকর্ড হিটম্যান গড়ে ফেললেন। গত কয়েকদিন ধরে তাঁর অবসর নিয়ে হাজার আলোচনা হয়েছে। রোহিত নিজেও ইঙ্গিত দিয়েছেন, তিনি হয়তো আর বেশিদিন খেলবেন না। তবে এর মধ্যে রোহিতের ওডিআই ক্রিকেটে এক নম্বর হওয়ার খবর এল।
advertisement
2/6
৩৮ বছর বয়সী রোহিত শর্মা আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন কেরিয়ারে প্রথমবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন রোহিত। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওডিআই Ranking-এ এক নম্বর স্থান অর্জন করেছেন তিনি।
advertisement
3/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি এবং তৃতীয় ম্যাচে অপরাজিত থেকে সেঞ্চুরি করেন তিনি। ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে টপকে রোহিত এবার শীর্ষ স্থান দখল করলেন।
advertisement
4/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত শর্মা। এর পরই সিরিজে তিনি সেরা নির্বাচিত হন। আর তার পরই শীর্ষস্থান দখল করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
advertisement
5/6
আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শুভমান গিল শীর্ষ স্থান দখল করেছিলেন। এবার রোহিত শর্মা ওডিআই ক্রিকেট এক নম্বর হলেন।
advertisement
6/6
রোহিত এক নম্বর হলেও শুভমান গিল তিন নম্বর জায়গা দখল করেছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে। বিরাট কোহলি ৬-এ। শ্রেয়স আইয়ার ৯ নম্বরে।