Rohit Sharma Captaincy Offer: রোহিত শর্মা ফের অধিনায়ক হতে চাননি! নির্বাচকরা দিয়েছিলেন অফার, সত্যি কিন্তু ‘এই কথা’ বলছে না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Captaincy Offer: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কেএল রাহুল দলের নেতৃত্ব দেবেন, কারণ শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার আহত। অস্ট্রেলিয়া সফরের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। রোহিত অধিনায়ক হওয়ার খবর পুরোপুরি ভুয়ো৷
advertisement
1/5

: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারের চোটের পর ফ্যানরা সকলেই অধীর আগ্রহে ছিলেন তাহলে কে হবেন অধিনায়ক এই প্রশ্নের উত্তর জানার জন্য৷ ওয়াকিবহাল মহল সূত্রে এমনও খবর ছিল যে অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়ে একমত হতে না পারার কারণে দল নির্বাচন প্রক্রিয়াতে দেরি হচ্ছিল। বাতাসে গুজব ছিল যে নির্বাচকরা রোহিত শর্মাকে ফিরিয়ে আনতে পারে টিম ম্যানেজমেন্ট যাকে গত সিরিজের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে কেএল রাহুলকে দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
advertisement
2/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কেএল রাহুল। নির্বাচকরা ২৩শ নভেম্বর, রবিবার ওয়ানডে দল ঘোষণা করেছেন। আগেই জানানো হয়েছিল, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন। শুভমান ঘাড়ের সমস্যার কারণে মাঠের বাইরে, অন্যদিকে শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়া সফরের সময় বড় চোটের কবলে পড়েন৷ তার শরীরের বিশেষ অর্গানে ইন্টারনাল ব্লিডিং হয়েছিল৷
advertisement
3/5
কিন্তু রোহিত শর্মাকে অধিনায়ক বাছার কোনও সম্ভবনাই তৈরি হয়নি৷ প্রধান নির্বাচক অজিত আগরকরের নির্বাচন কমিটি এমন কোনও কিছু করেনি। কেএল রাহুল ছিলেন অধিনায়কত্বের জন্য দলের প্রাথমিক পছন্দ। বোর্ড সূত্রে খবর রোহিত শর্মার ফ্যানরাই নানা মহল থেকে নিজেদের কল্পনা থেকে এই ধরনের গুজব ছড়াচ্ছিলেন৷
advertisement
4/5
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজপ্রথম ওয়ানডে – ৩০ নভেম্বর, রাঁচিদ্বিতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, রায়পুরতৃতীয় ওয়ানডে – ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনম
advertisement
5/5
নির্বাচিত ভারতীয় দলরোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।