অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক ক্যাচ মিস করায় 'শাস্তি' রোহিত শর্মার! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের জয়ে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভারতীয় দলের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। কিন্তু স্লিপে হ্যাটট্রিক বলে সহজ ক্যাচ মিস করেন রোহিত শর্মা।
advertisement
1/5

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের জয়ে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভারতীয় দলের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। কিন্তু স্লিপে হ্যাটট্রিক বলে সহজ ক্যাচ মিস করেন রোহিত শর্মা।
advertisement
2/5
প্রথম ইনিংসে নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর তানজিদ হাসান ও মুশফিকুর রহমিরে উইকেট নেন অক্ষর প্যাটেল। কিন্তু চতুর্থ বলে জাকের আলির ব্যাটে খোঁচা লেগে বল রোহিতের কাছে গেলেও সহজ ক্যাচ ফসকে ফেলেন রোহিত।
advertisement
3/5
ক্যাচ মিস করার পর মাঠেই আফসোস করতে দেখা যায় রোহিত শর্মাকে। এমন সহজ ক্যাচ কীভাবে তিনি মিল করলেন নিজেও বুঝে উঠতে পারেননি ভারত অধিনায়ক। মাটি চাপড়াতে দেখা যায় তাঁকে।
advertisement
4/5
ক্যাচ মিস করার পর মাঠেই অক্ষরের কাছে ক্ষমা চেয়ে নেন রোহিত শর্মা। এরপর ম্যাচ শেষে জানিয়ে দেন অক্ষররের হ্যাটট্রিকের সুযোগ হাতছাডা হওয়ার জন্য কী খেসারত দেবেন তিনি।
advertisement
5/5
ম্যাচ শেষে রোহিত বলেন, “সহজ ক্যাচ ছিল। আমার ক্যাচটা ধরা উচিত ছিল। তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনও কখনও এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষরকে খাওয়াতে নিয়ে যাব।”